আমার আমি নেই ( মোঃ রহমত আলী )
আমার আমি নেই
==============
মোঃ রহমত আলী
==============
বন্ধু আর বন্ধু নেই
শত্রু আর শত্রু নেই
আজ চাওয়া পাওয়া নেই
আর মান-অভিমান নেই
কোনো আশা-ভরসা নেই
আজি সময় ফুরিয়েছে তাই
আর আমার সময় নেই
আমি আর আমি নেই
পরিচয় এখন লাশ-টাই
দেহে আর আত্মা নেই
তাই আর কোনো আত্মীয় নেই
সুখ-দুঃখের আর অনুভূতি নেই
লাশের সাথে কারো বন্ধুত্ব নেই
সঙ্গের সঙ্গী আর কেউ নেই
আমার আমার বলে কিছুই নেই
যাবার বেলায় শুধুই কর্ম-টাই
চলে গেলে দশের মাঝে আমি নেই
বেঁচে থাকলে আমি আমি সেই
মরে গেলেই তো আমার কেউ নেই
শত্রু আর শত্রু নেই
বন্ধু আর বন্ধু নেই
০৫.১১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥