স্বীকার (মোঃ রহমত আলী)
স্বীকার
=============
মোঃ রহমত আলী
=============
ফকিরের ঝুলিতে রাজার আহার
পাগলের বুলিতে নবাবী বাহার
বাউলের সুর কলিতে দরদ কাহার
হাকিমের হুকুমে ইনসাফ দেখার
পাগল-টা-ও হেসেছিল কিছু বুঝে আর
ভিখারী-ও মহাখুশি শুনে সেই দরবার
শিকারি হলো শিকার ইনসাফে আবার
দুনিয়া ঘোরে সকাল-সন্ধ্যা করতে বাধ্য স্বীকার
ভিখারী-ও ভিখ করলে দান
হেসে-কেঁদে-রেগে খোদ রাজার খাজানায়
পাগলা-ও বাহানা বানাতে নিরুপায়
বাউলের সুর মিতালীতে নব-নতুন উপায়
পাগল-ও নেচে-নেচে দফায়-দফায় গায়
সূর্য উঠতে উঠতে রাজ্যে রাজার বাহাদুরি
ডুবতে ডুবতে সুরজ রাজা-ও ফকির রুপি
লীলাখেলা সব এক তারই কুদরত
ভিখারী হলো রাজার রাজা বড় প্রজা
পাগলার দুনিয়া একা রাত-দিনের রাজা
বাউল গায় স্বাধীন মনে মনের সুখে-দুখে
আজি শেষ রাত বাজিমাত সবাই জেগে দেখে
রাজার-রাজা বাদশার-বাদশা হাকিমের-হাকিম
সবার সৃষ্টিকর্তা দুজাহানের মালিক
এক আল্লাহ রাব্বুল আলামিন
আজ বিচার দিবসের ইনসাফের এক হাকিম
২২.০৯.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥