আর্তমানবতা ( মোঃ রহমত আলী )
আর্তমানবতা
=============
মোঃ রহমত আলী
=============
মানবিকতার গান গেয়ে যাই ,
মানবতা মোটেও না দেখাই।
ওপরে ওপরে মানবিক মশাই ,
ভেতরে ভেতরে জালিম কসাই।
অক্ষরে অক্ষরে মমতা সাজাই ,
শব্দে শব্দে মানবতার দিশা হারাই।
চলনে বলনে মায়া ধরাই ,
হিংসা বিদ্বেষ পুষেও আমিই
মানবতার ফেরিওয়ালা ভাই।
মানবিক আছেন জনাব যতজনই ,
কত ওজন তাদের মানবতারই ,
যাই হোক চাই চাই মানবতা কিছু চাই ,
হৈ হৈ রৈ রৈ মানবতা গেলো কই !
০১.১১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥