অদল-বদল ( মোঃ রহমত আলী )

অদল-বদল
==============
মোঃ রহমত আলী
==============
রাজা বদল হলেও ,
রাজ্য বদলালো-না।
রাজ গোপন রইলেও ,
রাজকার্য গোপন রইলো-না।
সরষে ফুল ফুটলেও ,
সরিষা ফলন হইলো-না।
চোরা নামাজ পড়লেও ,
পাক্কা নামাজী হলো-না।
শিক্ষিত পোশাকে রইলেও ,
দীক্ষিত ব্যবহার দিলো-না।
সাধুর সঙ্গ ধরলেও ,
সাধু হইতে মন পারলে-না।
অদল-বদল  চললেও ,
নিজে বদল হইলাম-না।
রাজা দোষী হইলেও ,
প্রজাও দোষী কম-না।

২৩.১১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)