আদার ব্যাপারী ( মোঃ রহমত আলী )

আদার ব্যাপারী
=============
মোঃ রহমত আলী
=============
আদার ব্যাপারী গাধার সংবাদ শুনে,
আনমনা হয়ে জাহাজের খবর নিতে,
পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে।
কাঙাল দৃষ্টিতে নজর ঘুরিয়ে দেখে,
ডুবন্ত জাহাজের মহা লীলা সংহার।
এদিকে জল-তরঙ্গে আগুন জ্বলছে,
ওদিকে ভাটার টানে দিশেহারা ব্যাপারী।
ফেঁসে গেছে “বা” ফেঁসে আছে বৈকি,
নির্দয় চোরাবালির লালসার অতলে।

আদার ব্যাপারী মরীচিকা”র সন্ধানে,
মেঠো পথ থেকে পাথরের রাস্তা পেরিয়ে
ধরাশায়ী মৌসুমী মেঘের কিনারে।
আচমকা জোয়ারে জল উঠে হায়্ !
মরা নদীর ঘাট অবধি অবধারিত সীমানায়।
কার হলো ক্ষতি আর কে”বা হলো লাভবান,
হিসাবের আগেই হয়তো বসন্তকালের অবসান।

আদার ব্যাপারী রহস্যময় এক উদ্ধার
অভিযানের অভিনয়ের অভিযাত্রী মাত্র।
আলামত পর্যাপ্ত সত্ত্বেও স্বীকারোক্তিতে
কসম ওঠে, জানিনা আমি জাহাজের সন্ধান !
ফেরিওয়ালা মুচকি হেসে বলে,
জাহাজ তো ডুবেনি আজও, তবে মালামাল
উধাও, আর রটে গেছে কানে-কানে,
নিখোঁজ জাহাজ সহ আদার ব্যাপারী ।।

২১.১১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)