মর্মকথা ( মোঃ রহমত আলী )

মর্মকথা
==============
মোঃ রহমত আলী
==============
দিনে দিনে কবি হচ্ছে বুড়ো
আর কবিতা হচ্ছে জোয়ান
দিনে দিনে যাচ্ছে মরে নদী
আর ফিরে পাচ্ছে চর প্রাণ
দিনে দিনে বৃক্ষ বড্ড ক্লান্ত
আর পথিক সে ছায়ায় শান্ত
দিনে দিনে বয়স বেড়ে সংকীর্ণ
আর হায়াত কমে হচ্ছে পূর্ণ
দিনে দিনে শেষের পথে শূন্য
আবার শুরু থেকে শুরুর জন্য

দিনে দিনে কবিতার নব যৌবন
তাইতো ফিরে পায় কবি মনোবল
দিনে দিনে মিথ্যার মুখে মধু অর্পণ
আর সত্য একা আঁধারে ঢাকা দর্পণ
দিনে দিনে বিলীন সমাজের সৎ দর্শন
তাই সামাজিক অবক্ষয় হচ্ছে প্রদর্শন
দিনে দিনে অসৎ আর অসত্য একাকার
তাই নীতি-নির্ধারণ আজ খুব দরকার
দিনে দিনে কবিতায় আঁকা মর্মকথার ছবি
যদিও কবি আজ মেঘে ঢাকা রবি

১০.১১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)