সুখ দুখ রত্ন (মোঃ রহমত আলী)
সুখ দুখ রত্ন
=============
মোঃ রহমত আলী
=============
দুঃখ না পেলে সুখের কি মূল্য,
সুখ ছাড়া দুঃখ যে বড় অমূল্য,
নয়ন সাগর সদা পিপাসায় মগ্ন,
হৃদয় পাথর সে সুখে দুখে রত্ন,
দুঃখ অনন্ত তাই যতনে করি যত্ন।
বলার ভাষা হারিয়ে যায়, যখন কিনা
সুখের গভীরে কোনো গোপন দুঃখ,
আনন্দ অশ্রু কত যে কথা বলে,
সুখেও যে পরান কভু কভু কেঁদে উঠে,
শত দুঃখ পুষে-ও জীবনযাত্রা চলে।
সুখ সে তো বেশ দেখায়, দেখা যায় !
দুঃখ,কষ্ট,বেদনা দেখায় তবুও অদেখা,
সুখের সাধনা শেষে যত মধুর যাতনা,
তাই সুখের বাচ্য দু’চার আর দুখের
বর্ণন সে তো শত শত শেষ না হবার।
২৮.০৯.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥