যদিও কিছু আছে (মোঃ রহমত আলী)
যদিও কিছু আছে
==============
মোঃ রহমত আলী
==============
এমন কিছু কান্না আছে, যা দেখা যায় না,
শোনা-ও যায় না, তাই অনুধাবন-ও হয় না।
এমন কিছু কথা আছে, যা বোঝা যায় না,
তাই অনুতাপ-ও প্রকাশ করা হয় না।
এমন কিছু ব্যথা আছে, যা খোলা যায় না,
তাইতো অদেখা আজও তা খোঁজা হয় না।
এমন কিছু দুঃখ আছে, যা বলা যায় না,
শত বলে বলে-ও কভু বোঝানো হয় না।
এমনও কিছু বেদনা, যা খুলে বলা যায় না,
ইশারায় অনুভব হয় তবে অনুমান করা হয় না।
এমনও কিছু সুখ, ছোঁয়া যায়, তবু ধরা যায় না,
যেমন কতক ধোঁকাবাজ চেহারা চেনা হয় না।
০৭.১০.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥