দুর্বোধ্য ( মোঃ রহমত আলী )

দুর্বোধ্য
==============
মোঃ রহমত আলী
==============
কারো আপন হওয়া-টা সহজ হলেও
সেই আপনজনের স্বপ্নের স্বপন হওয়া কঠিন।
কারো মন ভাঙা-টা যদিও সহজ,
তবে কারো মন জয় করাটা খুবই জটিল।
কারো মুখের অন্ন কেড়ে নেওয়ার আগে,
পারো যদি করিতে নিজের আহার দান,
তবেই বাহাদুর তুমি হয়ে রবে প্রমাণ।
কারো চোখের অঙ্গার হওয়া কঠিন কিছু নয়,
তবে হয়তো খুবই কঠিন সময়ে-সময়ে,
দুঃখীর অশ্রুভেজা আঁখি মুছিয়ে দেওয়া।
কারো দুঃখ কষ্ট দেখে উপহাস করা যদিও
অদ্ভুত হলেও সহজ, তথাপি সেই তো মানুষের
কাতারে.. যে মানবতার পূজারী হয়ে এগিয়ে
যায়, মানবেতর অসহায়ের পাশে কঠিন বিপদে
আপদে সত্যিকার নিঃস্বার্থ উপকারী পরিচয়ে।
কেউ কারো আপন, কেউ কারোর পর, যদিও
সহজ, তবুও কঠিন, জটিল দুর্বোধ্য এ সফর ।।

২৮.১০.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)