আমি কত প্রকার ! ( মোঃ রহমত আলী )
আমি কত প্রকার !
===============
মোঃ রহমত আলী
===============
আমরা সবাই মুখেই বলি বারবার,
দেখা যায় কাজের বেলায় কে কার !
নিজের পরিচয় নিজেই প্রদান,
আমি,আমি,আমি কত প্রকার !
আমরা সবাই জানি ভালো-মন্দ,
নিজের নিজের সবাই সবার !
অন্যের দোষটা আগে দিতে,
নিজের মুখটা মুখোশে ঢেকে,
সত্য ঢাকা যায় কি ? মিথ্যা দিয়ে আর !
আমরা জানি, মানি তবু মানিনা,
আমার আমি আমিত্বটাই ধ্বংসক।
আমরা নিয়ে ভাবনা হলে সর্বাত্মক,
আমারটা-ও হয়তো হতো সার্থক।
আমি আমি ভুলতে হবে,
আমরা মিলে চলতে হবে।
এক আঙুলে তো আর মুঠ হয় না,
পাঁচ আঙ্গুলেই মজবুত মুঠো হয়,
তাই আমি আমিটা ছেড়ে দিয়ে,
আমরা মিলেমিশে চলি চল।
আমি আমি তো সবাই ভাবে,
আমরা ভাব ভাবতে হবে আগে,
আমি আমি টা যে স্বার্থপর লাগে।
আমরা ভাবলেই যে.. আমিও আছি,
তো ভেবে দেখো -রে ভাই,
প্রকারভেদে আমি কত প্রকার ?
১৫.১০.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥