ঘুমন্ত আত্মা ( মোঃ রহমত আলী )

ঘুমন্ত আত্মা
==============
মোঃ রহমত আলী
==============
বোবার মুখ খুলে গেছে আজি,
এতদিন কণ্ঠে ছিল চাপা
মিথ্যার জয় গানের জয় জয় সুর।

বয়রা এখন দেখি শুনছে কানে,
এতদিন তো শোনেনি মজলুমের আর্তনাদ
আজি শুনেছে তাঁরা শতবছরের চিৎকার।

অন্ধের চোখে যখন সূর্যের জ্যোতি পড়েছে,
তখনই চোখে দেখেছে সে.. লাল লাভা ! যা
রাজপথে ঝরে পড়া তাজা রক্ত, অতঃপর
শুকিয়ে যেতে না যেতেই হয়তো প্রাণ-সঞ্চালন
হতেও পারে, মৃত বিবেকবানদের আবেগের
শিরা-উপশিরা হতে ঘুমন্ত আত্মা পর্যন্ত ।।

১৫.১১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)