পোস্টগুলি

গাফেল (মোঃ রহমত আলী)

ছবি
গাফেল ============= মোঃ রহমত আলী ============= ওহে পথিক পথ ভুলে ঘুরছো কেন পথে-পথে, চলে এসো কেবলার দিকে, এসো মিম্বারের সম্মুখে, শোনো মনোযোগ সহকারে, মন দিয়ে কান পেতে সত্যবাণী খুতবা। হে পথিক তোমার কান অবধি কি পৌঁছায়নি আহ্বান, ঐ সে মুয়াজ্জিনের সুমধুর আযান, তবু কেন আজো ঘুরছো হে, সত্য থেকে মুখ ফিরিয়ে, কু-সাথে অযথাই বি-পথের বাঁকে-বাঁকে। ওহে হে পথিক কেন তুমি আজও গাফেল, তোমার কি ডর করে-না, মন কাঁদেনা, ফিরে এসো ফিরে, সময় থাকতে, অন্ধকার থেকে আলোর পথে, হক সত্য দ্বীনের রাহে হে পথিক। ২৪.০৮.২০২৪

মানুষ চেনা দায় (মোঃ রহমত আলী)

ছবি
মানুষ চেনা দায় ============= মোঃ রহমত আলী ============= মানুষের মধ্যে এখনো মানুষ আছে মহাসাগরের অশান্ত ঢেউয়ের অন্তরালে শান্ত শান্তি ঢের আছে। এখনও বহু ঈমানদার ঈমানওয়ালা আছে বেঈমানের জয় চার দিনের ঈমানদারের হাতে একদিন। মানুষ দেখো মানুষ ধরো মানুষের বস্তিতে মানুষ খুঁজে চলো নিজে মানুষ হলে আগে সবাই মানুষ হবে। মানুষ কর্মে হয় বর্ণে নয় ঈমানদারী দেখা যায় ঈমান নয় মনুষ্যত্ব জিন্দা যার আসলেই মানুষ নাম তার। মানুষ উত্তম তাতে কি তবুও যে মানুষ চেনা দায় মানুষের ভেতর অমানুষ লুকায়িত হায়। কথার কথা এ নহে তো মানুষে-মানুষে মাটির ঘ্রাণ কোথায় দেখতে মানুষ মানবিক ও বটে ইনসান সে.. যে সমগ্র মখলুক ভালোবাসে। ২১.০৮.২০২৪

প্রেমের দামে প্রেম (মোঃ রহমত আলী)

ছবি
প্রেমের দামে প্রেম ============== মোঃ রহমত আলী ============== মনটা ভেঙে যেওনা প্রিয়, যদি পারো প্রেমের দামে প্রেম কিনে নিও। সুখের ভুবনে হারালে সুখ, দিতে হবে মূল্য নোনা জলে খুব, মনটা যেমন নরম,কমল,নাজুক, তেমনি আবার কঠিন শক্ত নিঠুর। তোমার দুখে দুখী, সুখে তোমার সুখী, মনের উপর জুলুম করে কান্না সারারাতি, মনের ভেতর চুপিচুপি জ্বলে প্রেমের বাতি। ১৮.০৮.২০২৪

মান্যতা (মোঃ রহমত আলী)

ছবি
মান্যতা ============= মোঃ রহমত আলী ============= মেনে নাও নয়তো মানিয়ে নাও, জেনে নাও না-হয় জানিয়ে দাও, শুনে নাও হয়তো কিছু বুঝে যাবে, শুনিয়ে দাও যদি সত্য জানা থাকে। শান্ত রও নয়তো সান্ত্বনা দাও, সেখানে কি চাও আকুল হয়ে ব্যাকুলতায় ! যেখান থেকে কিছুই নেই পাওয়ার। যেতে দাও যে যেতে চায়, অবশ্য মঙ্গল ধৈর্যধারণেই, কান দাও ওহে বন্ধু মায়াবী কথায়। মানতে হবে মান্যতা পর্যন্ত, জানতে হবে অজানা পর্যাপ্ত। উত্তরের আগে প্রশ্ন বুঝে নাও, স্বার্থ ভুলে নিঃস্বার্থ হয়ে রও, এগিয়ে যাও মানবিক মানবতা লয়ে, যদি কিছু চাও তবে সৎ হিম্মৎ যোগাও, কিছু পাও নতুবা নাহি পাও, তবুও সদা সত্য সততা দেখাও। লও মেনে ভুল যদি হলেও, নিজু দোষ হোক বা না হোক স্বীকার করেও ! মেনে নাও তবুও সহজ চিত্তে, না-হয় যদিও না পারো তবুও মানিয়ে নাও একত্রে। ১৬.০৮.২০২৪

ক্ষতবিক্ষত জখম (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষতবিক্ষত জখম ============== মোঃ রহমত আলী ============== জল ঢেলে আগুন লাগাও নিভাতে আরো কেরোসিন মাখাও বুলেটের মূল্য রক্তে তুল্য মূল্যায়নে রক্তের অর্থ মিললো কতক ভরসার হলো যে মরণ শতক স্বপ্নের হলো রে দাফন হৃদয় গহীনে ক্ষতবিক্ষত জখম বলছে দহন দুঃখের কসম অকাল মৃত্যুর কি কারণ প্রভুর হুকুমে হত্যা বারণ তবুও কেনো আজও হচ্ছে রোজ ধরাতলে মানুষ খুন সহানুভূতি ও যে সমুদয় গুম মানবতা জেগে উঠে অকস্মাৎ জিজ্ঞেস করে কেঁদে কেঁদে এ কেমন মানবিক ধরন অমানবিক কেন প্রতিটি চরণ আগুন নেভাতে জল ঢালো জল মুখে অযথাই যত কল ছল সরল মনের সহজ কথাগুলো সহজেই করো করো সবে বরণ ১৩.০৮.২০২৪

বিলাপ (মোঃ রহমত আলী)

ছবি
বিলাপ ============ মোঃ রহমত আলী ============ শুকনো পাতা,হবে না তাজা, খাবে না গাধা,জ্বলবে চুলা, প্রাণ যাওয়া মাত্র দেহ পচা, মিথ্যে যত সারে-গামা-পা। কানুনের নেই কোনো আফসোস, মরা ফুলে বা ঝরা পাতায়, তবে গাছের অন্তর সদা কাতর, নিরব অনলে জ্বলে পুড়ে ছাই, বিলাপী দুঃখের উন্মাদনায়। খোয়ালে গুলবাহার যে পাতাবাহার, গোধূলির আসমান লালে লাল, জমিনে লাশ হাজারো মায়ের লাল ! কাঁদেনি বিশ্ব,কেঁদেছে আসমান, এ কেমন স্রোত জমিনে রঙের ! লাল রং ! নাকি পানের পিচ ? না না এ“তো দেখি লাল যমুনা, আদমের রক্তে লাল মাটির নমুনা। শহীদ দ্বীনি ফুলের খুশবুতে মুখরিত দুকূল, এখানে মৃত,তবুও আছে জীবিত প্রভুর কাছে বাহারি রিজিক প্রাপ্ত। শুকনো পাতা আবার হবে তাজা, হাজারো ফুল পাতা ঝরে যায় যদিও, ফুটিবে আবার লক্ষ ফুলে ফুলে, কোটি কোটি নব পাতাবাহার মূলে, সাজিবে কানন খুশবু-মুখরিত বাহারে, জন্ম নবীন পুষ্প প্রজন্মের জন্মে। ৩০.০৭.২০২৪

বাজিমাত (মোঃ রহমত আলী)

ছবি
বাজিমাত ============ মোঃ রহমত আলী ============ ফকিরের বস্তিতে আগুন লাগাইলো কে ? গরীবের সুখের ঘুম কেড়ে নিয়েছে যে , প্রভুর হুকুম ভুলে মানুষের তরফদারিতে হে, কান্নার অভিনয় করে সত্য লুকায় সে । মনেকরে বাজিমাত লুটে মানজান হে , মানুষের শান্তিতে, অশান্তি করে জালিম যে , মিছে অভিনয়ে দাবিয়ে রাখে জামানাকে কে ? মানুষের মধ্যেই অমানুষ একমাত্র সে । পাগলের ঘর নেই তবু মনে-মনে সুখী তো , মানুষের দুখে কাঁদে , সুখে আরো হাসে রে , সেও মানুষ , আরও মানুষ , আসল তবে কে ? আজ বাজিমাত , কাল ঠিক তার  কাল তা ! ২৪.০৭.২০২৪

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

ছবি
রাজ মন্ত্র ============ মোঃ রহমত আলী ============ এক মন্ত্রে সব শেষ ! যুক্তি, তর্ক, অর্জন, গর্জন, শেষে বর্জন। চোখে যা দর্শন, অন্তরে অসহায় ক্রন্দন, যুগ যুগের ইতিহাস মজলুমের অধিকার, সত্য হক কথায় রাজপথ রক্তে অঙ্কন। এক মন্ত্রে রাজ সাধু ! এ এক খেল জাদু, হুকুমের আগেই বর্ষণ, ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে বুলেট অর্পণ। রাজ যন্ত্রের কানে কানে মন্ত্রতন্ত্র, অস্ত্রের মুখে শাসন শোষণ স্বাধীন গণতন্ত্র। এক তন্ত্রে নূতন শাস্ত্র ! ছাত্র, শিক্ষক, সিপাহী, আমজনতা, কামলা, আমলা, শ্রমিক, কিষান, আমরা, সর্বপ্রজা হতে বাধ্য ! রাজতন্ত্রের মন্ত্রের ভক্ত, এমনই তন্ত্রসংস্থিতি এ এক রাজ মন্ত্র ! ১৭.০৭.২০২৪

সুখী আত্মা (মোঃ রহমত আলী)

ছবি
সুখী আত্মা ============= মোঃ রহমত আলী ============= সবার সুখে হয়ে সুখী নিজের দুঃখে হাসি, সবার দুঃখে হয়ে দুঃখী নিজের সুখে কাঁদি। সবাই সবার নিজের আপন, পরের জন্য কে বা কখন ? সুখের খোঁজে সবাই ছোটে, দুঃখ পুষে হৃদয় কোণে। চাওয়ার আগে পাওয়া না যায়, পাওয়ার পরে ছাড়া না যায়, সুখের পিছু পিছু সঙ্গী দুঃখ, দুঃখের সাথী কেবলই উৎস, মানিয়ে চলতে পারে না সবাই, তবুও মেনে নিতে বাধ্য সবাই। অন্যের চোখে অশ্রু দেখে, নিজের হাসিটা যায় ভুলে, ক’জন আছে এমন বলো ! সবাই নিজের স্বার্থে চলে, নিঃস্বার্থে কে’বা, মহান সে’জন। সবাই সুখী হতে চায়, আপন দুঃখ গোপনে পুষে। পরের দুঃখে দুঃখী হয়ে দেখো, সার্থক হবে জনম তোমার, বিলিয়ে যাও নিজের খুশি, আত্মায় হবে আজব সুখ অনুভূতি।। ০৭.০৭.২০২৪

মজবুর (মোঃ রহমত আলী)

ছবি
মজবুর ============ মোঃ রহমত আলী ============ অসহায় কান্না সহায় যার, কেউ হয় না যে আর তার, আবেগের সাথে বিবেকের যুদ্ধ কারণে অকারণেই অবিরত। এখান হতে কোথায় যাবো আর, জ্বলতে থাকবো জনমের মায়ায়। অসহায় মায়া মরে নাতো আর, স্বার্থের ছায়া যার কাছে তার, ঘুরেফিরে শেষে মজবুর সাধনা, মুখে মৃদু হাসি চোখে ঝরে ধারা, কার কাছে কান্না যার নেই জানা। সহায় যখন অসহায় হয়ে যায়, চোখের ইশারা বোবা হয়ে রয়, উদাস হাসিতে পরিবেশ ভার, অমূল্য মায়ায় মূল্যহীন মমতা। ২২.০৬.২০২৪

আজ খুশির ঈদ (মোঃ রহমত আলী)

ছবি
আজ খুশির ঈদ ============ মোঃ রহমত আলী ============ বছর ঘুরে এলো আবার আজ খুশির ঈদ, শিশু বৃদ্ধ সবার জন্য আজ খুশির ঈদ, ধনী গরীবের এক সমান আজ খুশির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা আজ খুশির ঈদ, ছয় তাকবীরে ওয়াজিব আদায় আজ খুশির ঈদ, ঈদগাহে হাজির মুসলিম জামাত আজ খুশির ঈদ, সালাত শেষে ঈদের খুতবা আজ খুশির ঈদ, আল্লাহু"আকবর আল্লাহু’’আকবর আজ খুশির ঈদ, মুসলিম উম্মাহর ঘরে ঘরে আজ খুশির ঈদ, ও..ভাই আজ খুশির ঈদ ।। ১৭.০৬.২০২৪ ঈদ আজহা ১৪৪৫ হিজরী।

নমুনা - (মোঃ রহমত আলী)

ছবি
নমুনা - ============ মোঃ রহমত আলী ============ দুই-পায়ে চলে,চার-পায়া চরিত্র, সাধু দেখলে চুক্তি,অসাধু রে ভক্তি, ভেতরে শয়তান বন্দী তবু চাই মুক্তি, হোক না যতই আর ন্যায় যুক্তি, মুখের জোর-টাই আসল শক্তি, পোশাকে সেজে কতরূপ ফন্দি, নিজের দোষ ঢাকতে কত কি উক্তি। যদিও আয়না-টা পরিষ্কার, তবুও তাতে কি আর লাভ, চিনি না যখন নিজেকে সঠিক, ভেতরে লুকানো কত পাপ ঠিক। জমকালো কথার মাঝে শত ফাঁক, ধরতে গেলেই ঘুরে যায় বাঁক, উত্তর যেন ঘোলা জল ! প্রশ্নকারীর ঘাড়ে বর্তায় ভর। নরম চেয়ার পেয়ে,শক্ত অন্তর, কাজের চেয়েও অকার্যকর। যত বড় মর্যাদা,তত দায় ছাড়া, সমাজেই বসত সমাজের পোকা, কতগুলো চোখ নির্বাক খাড়া। দরবারে হাজির সাদা-সাদা চোরা, বড়ো সাধু এরা এই তার নমুনা। ১৪.০৬.২০২৪

বোবা প্রজন্ম (মোঃ রহমত আলী)

ছবি
বোবা প্রজন্ম ============ মোঃ রহমত আলী ============ ইচ্ছা গুলো গিলে খাই, সত্যি অনিচ্ছাকৃত, উপায় নেই সৈন্য ঘুমায়, প্রহরীরা যে চোর। স্বপ্ন ঢাকা,কালো মেঘে, আকাঙ্ক্ষায় নিষেধাজ্ঞা, কিন্তু নিরুপায় পথচারী, আর অসহায় ভিখারী। দুধে আছে পড়ে মাছি, দেখেও অন্ধ ক’’কাজী। পথ ভুলে গাধা খায় ঘোল, মিথ্যার জয়-জয় ঢোল, সত্য জেনেও বোবা প্রজন্ম রোজ ঘরে-ঘরে হচ্ছে জন্ম। ০৬.০৬.২০২৪

গুড়েবালি (মোঃ রহমত আলী)

ছবি
গুড়েবালি ============ মোঃ রহমত আলী ============ লাগালে সরিষা, আশাবাদী সূর্যমুখীর, কেটে দিয়ে গাছপালা, খোঁজো এখন ছায়া। ফল পাকাতে কারিগরি, আর বাজারে খোঁজ, গাছ পাকা ফল সবই। অবাধে নিধন পোনা, আর খাওয়ার ইচ্ছায় বড় বড় মাছের মাথা। লাগিয়ে হাটে আগুন, মুখে শুভেচ্ছা ফাগুন। জুয়ায় জিতে বাজি, অসাধুর বোল সাধু-সাধু। নিষিদ্ধ যেখানে ফকির, সেখানে ভিখারীর মিটিং। ০৫.০৬.২০২৪

পত্রিকা (মোঃ রহমত আলী)

ছবি
পত্রিকা ============ মোঃ রহমত আলী ============ পত্রিকা তোর পাতায় লেখা কত কথা, জল্পনা কল্পনা পূর্ণাঙ্গ নয়তো গল্পটা অল্প, সত্য মিথ্যা আরও অভিনয়ের খেলা, রাজা,প্রজা,নেতা,চোর,ডাকাত, কালোবাজারি,নেশাখোর,পতিতা ! তোর বুকে আঁকা ছবি,দশের কথা, দেশের ভাষা,কৃষক আর গরীবের ব্যথা, আচার আচরণ অত্যাচার চোখে দেখা। পত্রিকা তুই ইতিহাসের প্রমাণ, ঘটে যাওয়া অঘটন আর ঘটনার। নারী অধিকার সহ সাক্ষী তুই দাঙ্গার ! ভাঙাগড়া দুর্ঘটনা কাহিনী স্বাধীনতার, কামার,কুমার,জেলে,তাঁতী,ব্যবসায়ী, কামলা,আমলা,চালবাজ চক্রের হামলা, পত্রিকায় শহর প্রান্তর সারা গ্রাম বাংলা। পত্রিকা তুই নিজে বড় এক কাহিনী, তোর জন্য আছে কলম যোদ্ধা বাহিনী, কবি,লেখক,সাংবাদিক,কেউ আবার সাংঘাতিক আরো সম্পাদক প্রকাশক, নায়ক,নায়িকা,গায়ক,গায়িকা,সুরকার, গীতিকার আরও কত কি ! মোটামুটি সব খবর সাদা-কালো রঙ্গিন সব পত্রিকায়। পত্রিকা তোর নাম আছে ভিন্ন ভিন্ন, তবে কর্মকাণ্ড একই দুর্দান্ত সাহসী তারই মাঝে কেউ সৎ , কেউ অসৎ , যাই হোক প্রকাশিত হয় রোজ খবর। বিভিন্ন বিজ্ঞপ্তি আর আবহাওয়া সংবাদ, পারিবারিক,সামাজিক,বিচারিক, সাধু,অসাধু,কবিরাজ,ডাক্তার,দালাল, তৃতীয় লিঙ্গের হাসি ক

যদি ঘুম ভাঙ্গে (মোঃ রহমত আলী)

ছবি
যদি ঘুম ভাঙ্গে ============ মোঃ রহমত আলী ============ ঘুম ভেঙেছে ভাই তোমার, সকাল পেরিয়ে বিকেল গেলো, বেলাটা যে শেষে শেষের দিকে, সূর্যটাও ডুবিল, এখন কি লাভ জেগে, আরও আগে জাগিলে দেখতাম না হয় এক সাথে রংধনু আর সাদা লাল মেঘের মনোরম মিলন মেলা। সময় থাকতে যদি সময় ধরা যেত, তবে কেটে যেত হয়তো শত কত দুখ, ফুটিতো লক্ষ কোটি আনন্দের সুখ। এখন বিষয় অযথাই চিন্তা, কু’বন্ধু তোমার করেছে স্বজাতি থেকে দূর। ভেঙেছে ঘুম আজ ভাই তোমার, বাহ্ সেদিন তো ভান ধরে ছিলে বেশ, শেষ বেলায় জেগে লাভ কি এখন, সর্বনাশে খেলে সব খেলা শেষে। আফসোস-টুকুও কল-ছল তোমার, চোখেমুখে নাই লাজ,নাই তার ছাপ ! আজি তুমিও বাপ,সময়ের পালা বদলে, বুঝবে গত হলে আরও কিছু কাল। ভালো থেকো সুখে থেকো তুমি চিরকাল, তোমার জন্য রক্তের বাঁধন আফসোসে কাঁদে ভালোবাসে তাই আজও দিনরাত। তবু যেন ঘুম ভেঙে সজাগ হও তুমি দুহাত তুলে সদা চলে এই ফরিয়াদ ।। ২৩.০৫.২০২৪

মাতোয়ারা (মোঃ রহমত আলী)

ছবি
মাতোয়ারা ============ মোঃ রহমত আলী ============ চঞ্চল নয়নে কল ছল জল, তারই মাঝে মায়াবী ফল, বাঁকা হাসিতে প্রেমও ফাঁসি, মনও বাঁধি তবু মন দেয় ফাঁকি। রঙে ঢঙে বেশ ললিতার চাল, মাতোয়ারা বেচারা পথিকের হাল, সঞ্চালিত ইশারায় দুর্ভোগ আঁকা, অদূর ভবিষ্যতের দুর্গম ঋতি ফাঁকা। ২২.০৫.২০২৪

মুচকি হাসি (মোঃ রহমত আলী)

ছবি
মুচকি হাসি ============ মোঃ রহমত আলী ============ ব্যথার ভাগে ভাগিদার কে, কথায় কথায় খবর খোঁজে। চোখের ভাষা বুঝেনা যে সে, দুঃখের সন্ধানে মুচকি হাসে। ব্যথা গুলো গোপন থাক, মুখে হাসি প্রকাশ পাক, কষ্ট দেখে, দেখে না সে যে, স্বার্থ ছাড়া কাছে কে সে ? ব্যথার কথায় সুযোগ খোঁজে, আপন পর সবাই বোঝে, তবুও মজা যে যে দেখে, সময়ের সাক্ষ্য প্রমাণ আছে। ১০.০৫.২০২৪

মানানসই (মোঃ রহমত আলী)

ছবি
মানানসই ============= মোঃ রহমত আলী ============= যা পেতে চাই তা হারানোর জন্য যা চেয়েছি তা না পাওয়ার জন্য যা ধরতে চাই তা ধুলো ছাই অমূল্য যা ছেড়ে যাই তা হীরক সমতুল্য যা জেনেছি তা ভুলে যাওয়ার জন্য যা মূল্যবান তা তুলনামূলক ধন্য যা কিছু আছে তা সামান্য তবুও মহামূল্য যা শুনেছি তা সত্ত্বেও মহৎ অযোগ্য যা দেখলাম তা উল্টে বললেই যোগ্য যা ঘটছে তা কি আসলেই ন্যায্য যা জমানো তা হারালে সব শূন্য ০১.০৫.২০২৪

অজ্ঞাত পরিচয় (মোঃ রহমত আলী)

ছবি
অজ্ঞাত পরিচয় ============= মোঃ রহমত আলী ============= কিছু অহংকারী-র সাথে পরিচিত হয়েছি, তাদের দেমাগ জমাট বাঁধা বরফেও আগুন জ্বালিয়ে দিতে পারে অবলীলায়। কিছু স্বার্থপরের সাথে মিশে দেখেছি, স্বার্থের জন্য রঙ রূপ বদলায় নিমিষেই, আগে স্বার্থ পরে দুনিয়া,বাহ্ কী অপরূপ ! কিছু বেঈমান চেনা হয়েছে আমার, বন্ধু নামের মতলবি হিসাব তাদের, পরিচিত তবে পরিচয় আজও অজ্ঞাত ! কিছু জানতে বাকি ছিল,যা জানা হয়েছে, যখন তারা কথা দিয়ে কথা রাখেনি, পরিচিতি শেষ তবু স্মৃতি গোপন সাক্ষী ।। ২৪.০৪.২০২৪

সুতরাং (মোঃ রহমত আলী)

ছবি
সুতরাং ============ মোঃ রহমত আলী ============ যদি চাও আলো জ্বালো, মিটে তাতে স্বার্থ কারো, বিনিময়ে কিছু তো নয়, সুখময় হাসি মুখ হয়। যদি চাও হাত বাড়াও, উদ্ধার কেউ হোক মায়ায়, ভুলে নিজ স্বার্থের মূল, তথাপি কিছু অতীতের কূল। যদি চাও এগিয়ে যাও, ভালোবাসা হারিয়ে ভালোবাসা পাও, সুতরাং সন্তুষ্ট সান্ত্বনা যথেষ্ট। ২১.০৪.২০২৪

যত জন তত মত (মোঃ রহমত আলী)

ছবি
যত জন তত মত ============= মোঃ রহমত আলী ============= যত পথ তত চল যত ফুল তত ভুল যত কথা তত ব্যথা যত রাগ তত মায়া যত গাছ তত ছায়া যত জল তত ছল যত জন তত মত যত চালু তত কাবু যত মেল তত খেল যত মজা তত সাজা যত রাজ তত ফাঁস যত আশা তত ধোঁকা যত চুপ তত বুঝ যত আছে তত নাই যত পাই তত চাই যত লোভ তত ভোগ ১৬.০৪.২০২৪

সাধু হাজির (মোঃ রহমত আলী)

ছবি
সাধু হাজির ============ মোঃ রহমত আলী ============ মূর্খ চোর কমে এখন, শিক্ষিত অনেক ঘুষখোর, মুখ্য বিষয় সাধু হাজির ! কালো মুখে সাদা মুখোশ। সেজদা চলে পাঞ্জেগানা, ঈদের বকশিশ বলে চাঁদা তুলে, ঘুষের মালে হিস্যা নিয়ে, দান খয়রাত সদকা করে। হারাম হালাল এক সমান, তাঁর হজ যাকাত কবুল সব ! বড় সাধু সুদখোর ঘুষখোর। রোজা শেষে সাধু সেজে, পাজি হাজির ঈদের জামাতে, দীক্ষিত বাধ্য সালাম করতে, চোরের মুখে ফুলের সুবাস ! ১৪.০৪.২০২৪

ঈমানের ঈদ (মোঃ রহমত আলী)

ছবি
ঈমানের ঈদ ============ মোঃ রহমত আলী ============ ঈদের দিনে আতর লাগাও, লাগাও মোমিন চোখে সুরমা, মুসলিম তুমি মুখে না হয়ে, জ্বালাও দিলে নূরে ঈমান। ঈদগাহে আজ এককাতার, শামিল ফকির এতিম মিসকিন, ধনী গরিব সবাই শরিক, ফরজ আমল সিয়াম শেষে, আজ সবার খুশির ঈদের দিন। ঈদের নামাজ পড়ার আগে, ফিতরা করো সবাই দান, যাকাত ফরজ যার উপর, তাকেই করো দান, যে হকদার, ভুল করো না মুসলিম তুমি, জেনেও প্রভুর এই বিধান। ঈদের মতোই রোজ দিন, হবে তোমার ওহে মুসলমান, হও যদি পাক্কা তুমি ঈমানদার। ১১.০৪.২০২৪ ঈদের দিন ১৪৪৫ হিজরি

ঈদ মোবারক ঈদ মোবারক (মোঃ রহমত আলী)

ছবি
ঈদ মোবারক ঈদ মোবারক ===================== মোঃ রহমত আলী ===================== ঈদ মোবারক ঈদ মোবারক আজ খুশির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ দুখীর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ ধনীর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ আখেরি উম্মাতের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ রোজাদারের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ মুমিন বান্দার ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ শিশু বৃদ্ধের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ খোকাখুকির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ মুসলমানের ঘরে ঘরে ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ কোরবানির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ এতিম-মিসকিন এর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ সারা মুসলিম জাহানের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ খুশি খুশির ঈদ ।। ১১.০৪.২০২৪ ঈদের দিন ১৪৪৫ হিজরি