বাজিমাত (মোঃ রহমত আলী)

বাজিমাত
============
মোঃ রহমত আলী
============
ফকিরের বস্তিতে আগুন লাগাইলো কে ?
গরীবের সুখের ঘুম কেড়ে নিয়েছে যে ,
প্রভুর হুকুম ভুলে মানুষের তরফদারিতে হে,
কান্নার অভিনয় করে সত্য লুকায় সে ।

মনেকরে বাজিমাত লুটে মানজান হে ,
মানুষের শান্তিতে, অশান্তি করে জালিম যে ,
মিছে অভিনয়ে দাবিয়ে রাখে জামানাকে কে ?
মানুষের মধ্যেই অমানুষ একমাত্র সে ।

পাগলের ঘর নেই তবু মনে-মনে সুখী তো ,
মানুষের দুখে কাঁদে , সুখে আরো হাসে রে ,
সেও মানুষ , আরও মানুষ , আসল তবে কে ?
আজ বাজিমাত , কাল ঠিক তার  কাল তা !

২৪.০৭.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)