সাধু হাজির (মোঃ রহমত আলী)

সাধু হাজির
============
মোঃ রহমত আলী
============
মূর্খ চোর কমে এখন,
শিক্ষিত অনেক ঘুষখোর,
মুখ্য বিষয় সাধু হাজির !
কালো মুখে সাদা মুখোশ।
সেজদা চলে পাঞ্জেগানা,
ঈদের বকশিশ বলে চাঁদা তুলে,
ঘুষের মালে হিস্যা নিয়ে,
দান খয়রাত সদকা করে।
হারাম হালাল এক সমান,
তাঁর হজ যাকাত কবুল সব !
বড় সাধু সুদখোর ঘুষখোর।
রোজা শেষে সাধু সেজে,
পাজি হাজির ঈদের জামাতে,
দীক্ষিত বাধ্য সালাম করতে,
চোরের মুখে ফুলের সুবাস !

১৪.০৪.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)