গুড়েবালি (মোঃ রহমত আলী)
গুড়েবালি
============
মোঃ রহমত আলী
============
লাগালে সরিষা,
আশাবাদী সূর্যমুখীর,
কেটে দিয়ে গাছপালা,
খোঁজো এখন ছায়া।
ফল পাকাতে কারিগরি,
আর বাজারে খোঁজ,
গাছ পাকা ফল সবই।
অবাধে নিধন পোনা,
আর খাওয়ার ইচ্ছায়
বড় বড় মাছের মাথা।
লাগিয়ে হাটে আগুন,
মুখে শুভেচ্ছা ফাগুন।
জুয়ায় জিতে বাজি,
অসাধুর বোল সাধু-সাধু।
নিষিদ্ধ যেখানে ফকির,
সেখানে ভিখারীর মিটিং।
০৫.০৬.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥