সুতরাং (মোঃ রহমত আলী)

সুতরাং
============
মোঃ রহমত আলী
============
যদি চাও আলো জ্বালো,
মিটে তাতে স্বার্থ কারো,
বিনিময়ে কিছু তো নয়,
সুখময় হাসি মুখ হয়।

যদি চাও হাত বাড়াও,
উদ্ধার কেউ হোক মায়ায়,
ভুলে নিজ স্বার্থের মূল,
তথাপি কিছু অতীতের কূল।

যদি চাও এগিয়ে যাও,
ভালোবাসা হারিয়ে
ভালোবাসা পাও,
সুতরাং সন্তুষ্ট সান্ত্বনা যথেষ্ট।

২১.০৪.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)