সুতরাং (মোঃ রহমত আলী)
সুতরাং
============
মোঃ রহমত আলী
============
যদি চাও আলো জ্বালো,
মিটে তাতে স্বার্থ কারো,
বিনিময়ে কিছু তো নয়,
সুখময় হাসি মুখ হয়।
যদি চাও হাত বাড়াও,
উদ্ধার কেউ হোক মায়ায়,
ভুলে নিজ স্বার্থের মূল,
তথাপি কিছু অতীতের কূল।
যদি চাও এগিয়ে যাও,
ভালোবাসা হারিয়ে
ভালোবাসা পাও,
সুতরাং সন্তুষ্ট সান্ত্বনা যথেষ্ট।
২১.০৪.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥