মাতোয়ারা (মোঃ রহমত আলী)
মাতোয়ারা
============
মোঃ রহমত আলী
============
চঞ্চল নয়নে কল ছল জল,
তারই মাঝে মায়াবী ফল,
বাঁকা হাসিতে প্রেমও ফাঁসি,
মনও বাঁধি তবু মন দেয় ফাঁকি।
রঙে ঢঙে বেশ ললিতার চাল,
মাতোয়ারা বেচারা পথিকের হাল,
সঞ্চালিত ইশারায় দুর্ভোগ আঁকা,
অদূর ভবিষ্যতের দুর্গম ঋতি ফাঁকা।
২২.০৫.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥