ক্ষতবিক্ষত জখম (মোঃ রহমত আলী)

ক্ষতবিক্ষত জখম
==============
মোঃ রহমত আলী
==============
জল ঢেলে আগুন লাগাও
নিভাতে আরো কেরোসিন মাখাও
বুলেটের মূল্য রক্তে তুল্য
মূল্যায়নে রক্তের অর্থ মিললো
কতক ভরসার হলো যে মরণ
শতক স্বপ্নের হলো রে দাফন
হৃদয় গহীনে ক্ষতবিক্ষত জখম
বলছে দহন দুঃখের কসম
অকাল মৃত্যুর কি কারণ
প্রভুর হুকুমে হত্যা বারণ
তবুও কেনো আজও হচ্ছে
রোজ ধরাতলে মানুষ খুন
সহানুভূতি ও যে সমুদয় গুম
মানবতা জেগে উঠে অকস্মাৎ
জিজ্ঞেস করে কেঁদে কেঁদে
এ কেমন মানবিক ধরন
অমানবিক কেন প্রতিটি চরণ
আগুন নেভাতে জল ঢালো জল
মুখে অযথাই যত কল ছল
সরল মনের সহজ কথাগুলো
সহজেই করো করো সবে বরণ

১৩.০৮.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)