বিলাপ (মোঃ রহমত আলী)

বিলাপ
============
মোঃ রহমত আলী
============
শুকনো পাতা,হবে না তাজা,
খাবে না গাধা,জ্বলবে চুলা,
প্রাণ যাওয়া মাত্র দেহ পচা,
মিথ্যে যত সারে-গামা-পা।
কানুনের নেই কোনো আফসোস,
মরা ফুলে বা ঝরা পাতায়,
তবে গাছের অন্তর সদা কাতর,
নিরব অনলে জ্বলে পুড়ে ছাই,
বিলাপী দুঃখের উন্মাদনায়।
খোয়ালে গুলবাহার যে পাতাবাহার,
গোধূলির আসমান লালে লাল,
জমিনে লাশ হাজারো মায়ের লাল !
কাঁদেনি বিশ্ব,কেঁদেছে আসমান,
এ কেমন স্রোত জমিনে রঙের !
লাল রং ! নাকি পানের পিচ ?
না না এ“তো দেখি লাল যমুনা,
আদমের রক্তে লাল মাটির নমুনা।
শহীদ দ্বীনি ফুলের খুশবুতে মুখরিত দুকূল,
এখানে মৃত,তবুও আছে জীবিত
প্রভুর কাছে বাহারি রিজিক প্রাপ্ত।
শুকনো পাতা আবার হবে তাজা,
হাজারো ফুল পাতা ঝরে যায় যদিও,
ফুটিবে আবার লক্ষ ফুলে ফুলে,
কোটি কোটি নব পাতাবাহার মূলে,
সাজিবে কানন খুশবু-মুখরিত বাহারে,
জন্ম নবীন পুষ্প প্রজন্মের জন্মে।

৩০.০৭.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)