অজ্ঞাত পরিচয় (মোঃ রহমত আলী)
অজ্ঞাত পরিচয়
=============
মোঃ রহমত আলী
=============
কিছু অহংকারী-র সাথে পরিচিত হয়েছি,
তাদের দেমাগ জমাট বাঁধা বরফেও
আগুন জ্বালিয়ে দিতে পারে অবলীলায়।
কিছু স্বার্থপরের সাথে মিশে দেখেছি,
স্বার্থের জন্য রঙ রূপ বদলায় নিমিষেই,
আগে স্বার্থ পরে দুনিয়া,বাহ্ কী অপরূপ !
কিছু বেঈমান চেনা হয়েছে আমার,
বন্ধু নামের মতলবি হিসাব তাদের,
পরিচিত তবে পরিচয় আজও অজ্ঞাত !
কিছু জানতে বাকি ছিল,যা জানা হয়েছে,
যখন তারা কথা দিয়ে কথা রাখেনি,
পরিচিতি শেষ তবু স্মৃতি গোপন সাক্ষী ।।
২৪.০৪.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥