বোবা প্রজন্ম (মোঃ রহমত আলী)

বোবা প্রজন্ম
============
মোঃ রহমত আলী
============
ইচ্ছা গুলো গিলে খাই,
সত্যি অনিচ্ছাকৃত,
উপায় নেই সৈন্য ঘুমায়,
প্রহরীরা যে চোর।
স্বপ্ন ঢাকা,কালো মেঘে,
আকাঙ্ক্ষায় নিষেধাজ্ঞা,
কিন্তু নিরুপায় পথচারী,
আর অসহায় ভিখারী।
দুধে আছে পড়ে মাছি,
দেখেও অন্ধ ক’’কাজী।
পথ ভুলে গাধা খায় ঘোল,
মিথ্যার জয়-জয় ঢোল,
সত্য জেনেও বোবা প্রজন্ম
রোজ ঘরে-ঘরে হচ্ছে জন্ম।

০৬.০৬.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)