গাফেল (মোঃ রহমত আলী)
গাফেল
=============
মোঃ রহমত আলী
=============
ওহে পথিক
পথ ভুলে ঘুরছো কেন পথে-পথে,
চলে এসো কেবলার দিকে,
এসো মিম্বারের সম্মুখে,
শোনো মনোযোগ সহকারে,
মন দিয়ে কান পেতে সত্যবাণী খুতবা।
হে পথিক
তোমার কান অবধি কি পৌঁছায়নি আহ্বান,
ঐ সে মুয়াজ্জিনের সুমধুর আযান,
তবু কেন আজো ঘুরছো হে,
সত্য থেকে মুখ ফিরিয়ে,
কু-সাথে অযথাই বি-পথের বাঁকে-বাঁকে।
ওহে হে পথিক
কেন তুমি আজও গাফেল,
তোমার কি ডর করে-না, মন কাঁদেনা,
ফিরে এসো ফিরে, সময় থাকতে,
অন্ধকার থেকে আলোর পথে,
হক সত্য দ্বীনের রাহে হে পথিক।
২৪.০৮.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥