যদি ঘুম ভাঙ্গে (মোঃ রহমত আলী)
যদি ঘুম ভাঙ্গে
============
মোঃ রহমত আলী
============
ঘুম ভেঙেছে ভাই তোমার,
সকাল পেরিয়ে বিকেল গেলো,
বেলাটা যে শেষে শেষের দিকে,
সূর্যটাও ডুবিল, এখন কি লাভ জেগে,
আরও আগে জাগিলে দেখতাম না হয়
এক সাথে রংধনু আর সাদা লাল
মেঘের মনোরম মিলন মেলা।
সময় থাকতে যদি সময় ধরা যেত,
তবে কেটে যেত হয়তো শত কত দুখ,
ফুটিতো লক্ষ কোটি আনন্দের সুখ।
এখন বিষয় অযথাই চিন্তা, কু’বন্ধু
তোমার করেছে স্বজাতি থেকে দূর।
ভেঙেছে ঘুম আজ ভাই তোমার,
বাহ্ সেদিন তো ভান ধরে ছিলে বেশ,
শেষ বেলায় জেগে লাভ কি এখন,
সর্বনাশে খেলে সব খেলা শেষে।
আফসোস-টুকুও কল-ছল তোমার,
চোখেমুখে নাই লাজ,নাই তার ছাপ !
আজি তুমিও বাপ,সময়ের পালা বদলে,
বুঝবে গত হলে আরও কিছু কাল।
ভালো থেকো সুখে থেকো তুমি চিরকাল,
তোমার জন্য রক্তের বাঁধন আফসোসে
কাঁদে ভালোবাসে তাই আজও দিনরাত।
তবু যেন ঘুম ভেঙে সজাগ হও তুমি
দুহাত তুলে সদা চলে এই ফরিয়াদ ।।
২৩.০৫.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥