মানুষ চেনা দায় (মোঃ রহমত আলী)

মানুষ চেনা দায়
=============
মোঃ রহমত আলী
=============
মানুষের মধ্যে এখনো মানুষ আছে
মহাসাগরের অশান্ত ঢেউয়ের
অন্তরালে শান্ত শান্তি ঢের আছে।
এখনও বহু ঈমানদার ঈমানওয়ালা আছে
বেঈমানের জয় চার দিনের
ঈমানদারের হাতে একদিন।

মানুষ দেখো মানুষ ধরো
মানুষের বস্তিতে মানুষ খুঁজে চলো
নিজে মানুষ হলে আগে সবাই মানুষ হবে।
মানুষ কর্মে হয় বর্ণে নয়
ঈমানদারী দেখা যায় ঈমান নয়
মনুষ্যত্ব জিন্দা যার আসলেই মানুষ নাম তার।

মানুষ উত্তম তাতে কি
তবুও যে মানুষ চেনা দায়
মানুষের ভেতর অমানুষ লুকায়িত হায়।
কথার কথা এ নহে তো
মানুষে-মানুষে মাটির ঘ্রাণ কোথায়
দেখতে মানুষ মানবিক ও বটে
ইনসান সে.. যে সমগ্র মখলুক ভালোবাসে।

২১.০৮.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)