ঈমানের ঈদ (মোঃ রহমত আলী)

ঈমানের ঈদ
============
মোঃ রহমত আলী
============
ঈদের দিনে আতর লাগাও,
লাগাও মোমিন চোখে সুরমা,
মুসলিম তুমি মুখে না হয়ে,
জ্বালাও দিলে নূরে ঈমান।
ঈদগাহে আজ এককাতার,
শামিল ফকির এতিম মিসকিন,
ধনী গরিব সবাই শরিক,
ফরজ আমল সিয়াম শেষে,
আজ সবার খুশির ঈদের দিন।

ঈদের নামাজ পড়ার আগে,
ফিতরা করো সবাই দান,
যাকাত ফরজ যার উপর,
তাকেই করো দান, যে হকদার,
ভুল করো না মুসলিম তুমি,
জেনেও প্রভুর এই বিধান।
ঈদের মতোই রোজ দিন,
হবে তোমার ওহে মুসলমান,
হও যদি পাক্কা তুমি ঈমানদার।

১১.০৪.২০২৪

ঈদের দিন ১৪৪৫ হিজরি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)