মানানসই (মোঃ রহমত আলী)
মানানসই
=============
মোঃ রহমত আলী
=============
যা পেতে চাই
তা হারানোর জন্য
যা চেয়েছি
তা না পাওয়ার জন্য
যা ধরতে চাই
তা ধুলো ছাই অমূল্য
যা ছেড়ে যাই
তা হীরক সমতুল্য
যা জেনেছি
তা ভুলে যাওয়ার জন্য
যা মূল্যবান
তা তুলনামূলক ধন্য
যা কিছু আছে
তা সামান্য তবুও মহামূল্য
যা শুনেছি
তা সত্ত্বেও মহৎ অযোগ্য
যা দেখলাম
তা উল্টে বললেই যোগ্য
যা ঘটছে
তা কি আসলেই ন্যায্য
যা জমানো
তা হারালে সব শূন্য
০১.০৫.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥