মজবুর (মোঃ রহমত আলী)

মজবুর
============
মোঃ রহমত আলী
============
অসহায় কান্না সহায় যার,
কেউ হয় না যে আর তার,
আবেগের সাথে বিবেকের
যুদ্ধ কারণে অকারণেই অবিরত।
এখান হতে কোথায় যাবো আর,
জ্বলতে থাকবো জনমের মায়ায়।

অসহায় মায়া মরে নাতো আর,
স্বার্থের ছায়া যার কাছে তার,
ঘুরেফিরে শেষে মজবুর সাধনা,
মুখে মৃদু হাসি চোখে ঝরে ধারা,
কার কাছে কান্না যার নেই জানা।

সহায় যখন অসহায় হয়ে যায়,
চোখের ইশারা বোবা হয়ে রয়,
উদাস হাসিতে পরিবেশ ভার,
অমূল্য মায়ায় মূল্যহীন মমতা।

২২.০৬.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)