প্রেমের দামে প্রেম (মোঃ রহমত আলী)
প্রেমের দামে প্রেম
==============
মোঃ রহমত আলী
==============
মনটা ভেঙে যেওনা প্রিয়,
যদি পারো প্রেমের দামে প্রেম কিনে নিও।
সুখের ভুবনে হারালে সুখ,
দিতে হবে মূল্য নোনা জলে খুব,
মনটা যেমন নরম,কমল,নাজুক,
তেমনি আবার কঠিন শক্ত নিঠুর।
তোমার দুখে দুখী, সুখে তোমার সুখী,
মনের উপর জুলুম করে কান্না সারারাতি,
মনের ভেতর চুপিচুপি জ্বলে প্রেমের বাতি।
১৮.০৮.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥