মান্যতা (মোঃ রহমত আলী)
মান্যতা
=============
মোঃ রহমত আলী
=============
মেনে নাও নয়তো মানিয়ে নাও,
জেনে নাও না-হয় জানিয়ে দাও,
শুনে নাও হয়তো কিছু বুঝে যাবে,
শুনিয়ে দাও যদি সত্য জানা থাকে।
শান্ত রও নয়তো সান্ত্বনা দাও,
সেখানে কি চাও আকুল হয়ে ব্যাকুলতায় !
যেখান থেকে কিছুই নেই পাওয়ার।
যেতে দাও যে যেতে চায়,
অবশ্য মঙ্গল ধৈর্যধারণেই,
কান দাও ওহে বন্ধু মায়াবী কথায়।
মানতে হবে মান্যতা পর্যন্ত,
জানতে হবে অজানা পর্যাপ্ত।
উত্তরের আগে প্রশ্ন বুঝে নাও,
স্বার্থ ভুলে নিঃস্বার্থ হয়ে রও,
এগিয়ে যাও মানবিক মানবতা লয়ে,
যদি কিছু চাও তবে সৎ হিম্মৎ যোগাও,
কিছু পাও নতুবা নাহি পাও,
তবুও সদা সত্য সততা দেখাও।
লও মেনে ভুল যদি হলেও,
নিজু দোষ হোক বা না হোক স্বীকার করেও !
মেনে নাও তবুও সহজ চিত্তে, না-হয়
যদিও না পারো তবুও মানিয়ে নাও একত্রে।
১৬.০৮.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥