নমুনা - (মোঃ রহমত আলী)
নমুনা -
============
মোঃ রহমত আলী
============
দুই-পায়ে চলে,চার-পায়া চরিত্র,
সাধু দেখলে চুক্তি,অসাধু রে ভক্তি,
ভেতরে শয়তান বন্দী তবু চাই মুক্তি,
হোক না যতই আর ন্যায় যুক্তি,
মুখের জোর-টাই আসল শক্তি,
পোশাকে সেজে কতরূপ ফন্দি,
নিজের দোষ ঢাকতে কত কি উক্তি।
যদিও আয়না-টা পরিষ্কার,
তবুও তাতে কি আর লাভ,
চিনি না যখন নিজেকে সঠিক,
ভেতরে লুকানো কত পাপ ঠিক।
জমকালো কথার মাঝে শত ফাঁক,
ধরতে গেলেই ঘুরে যায় বাঁক,
উত্তর যেন ঘোলা জল !
প্রশ্নকারীর ঘাড়ে বর্তায় ভর।
নরম চেয়ার পেয়ে,শক্ত অন্তর,
কাজের চেয়েও অকার্যকর।
যত বড় মর্যাদা,তত দায় ছাড়া,
সমাজেই বসত সমাজের পোকা,
কতগুলো চোখ নির্বাক খাড়া।
দরবারে হাজির সাদা-সাদা চোরা,
বড়ো সাধু এরা এই তার নমুনা।
১৪.০৬.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥