সুখী আত্মা (মোঃ রহমত আলী)

সুখী আত্মা
=============
মোঃ রহমত আলী
=============
সবার সুখে হয়ে সুখী
নিজের দুঃখে হাসি,
সবার দুঃখে হয়ে দুঃখী
নিজের সুখে কাঁদি।
সবাই সবার নিজের আপন,
পরের জন্য কে বা কখন ?
সুখের খোঁজে সবাই ছোটে,
দুঃখ পুষে হৃদয় কোণে।
চাওয়ার আগে পাওয়া না যায়,
পাওয়ার পরে ছাড়া না যায়,
সুখের পিছু পিছু সঙ্গী দুঃখ,
দুঃখের সাথী কেবলই উৎস,
মানিয়ে চলতে পারে না সবাই,
তবুও মেনে নিতে বাধ্য সবাই।
অন্যের চোখে অশ্রু দেখে,
নিজের হাসিটা যায় ভুলে,
ক’জন আছে এমন বলো !
সবাই নিজের স্বার্থে চলে,
নিঃস্বার্থে কে’বা, মহান সে’জন।
সবাই সুখী হতে চায়,
আপন দুঃখ গোপনে পুষে।
পরের দুঃখে দুঃখী হয়ে দেখো,
সার্থক হবে জনম তোমার,
বিলিয়ে যাও নিজের খুশি,
আত্মায় হবে আজব সুখ অনুভূতি।।

০৭.০৭.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)