শিরোনাম ( মোঃ রহমত আলী )
শিরোনাম ============== মোঃ রহমত আলী ============== কলা গাছে চাষার গলা , আলুর ক্ষেতে মুলা , সরিষা ফুলে হুতুম বসা ! ওঝার মন্ত্রে চোখেমুখে ধুলা। সাঁতারু ডুবে মরে জলে , ডুবুরি জলে নামে ছলে , মাঝির দোষে নাও ডুবে ! তাইনা দেখে বেদেনীর গা জ্বলে। হাতির মুখে গাধার নাম , আহা বেশ শিরোনাম , মাছির সুরে-সুরে মশা গায় গান ! বাহ্ রে বাহ্ বাবু-মশাইয়ের গুণগান। অন্ধ সেজে রাস্তা পার , পায়ের তলে পিঁপড়া সাবাড় , সাবাস আধুনিক বর্বর যাত্রী ! রইবেনা সমান এই দিনরাত্রি। পয়সা পেলে পুতুল নাচে , ইঁদুর হাসে চোরাই মালে , ফাগুন বিদায় এই সালে ! বাকি হিসাব পরকালে ।। ০৬.১২.২০২৪