সাধু সাবধান ( মোঃ রহমত আলী )

সাধু সাবধান
==============
মোঃ রহমত আলী
==============
নিশ্বাস যেদিন থেমে যাবে ,
বিশ্বাস সেদিন হয়ে যাবে।
থাকবে না তখন উপায় কোনো ,
চোখ খোলো সবে সময়ে এখনো।

যারা চলে গেছে আগে ,
আমিও যাবো তাঁদের পিছে।
আসা যাওয়ার এ অবধারিত নিয়মে ,
সময় ফুরিয়ে গেলেও ইচ্ছে না ফুরায়।

আগমনের ছিল আগাম বার্তা ,
যাবার সময় নির্দিষ্ট তবে অজানা।
যেতে হবে চিরতরে সবারই জানা ,
তাই সময় থাকতে হও সাধু সাবধান।

০১.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)