ভাগ্য যার সাথে তার ( মোঃ রহমত আলী )

ভাগ্য যার সাথে তার
===============
মোঃ রহমত আলী
===============
অন্ন খুঁজে ফেরে হন্যে হয়ে,
ফুটপাত থেকে ডাস্টবিনে,
লোকের ভিড়ে নজর গেড়ে
চেয়ে আছে শুকনো মুখে।

কারো ঘর ভরা খাবার,
খেতে পারেনা কারণবশত আর।
নিরুপায় সে দেখে দেখে,
রোগে শোকে চিন্তায় কাতর।

আরো কতক জনে খেতে পায়-না,
আহা খুঁজে মরে আহার,
অসহায় সেও ভুখা, দানা কই তার ?
ভাগ্য যার সাথে-সাথে তার !

০৪.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)