মায়াবী জল (মোঃ রহমত আলী)
মায়াবী জল ================ মোঃ রহমত আলী ================= জল ছলছল , মেঘ গুমসুম , মনে সুখ-সুখ , চোখে ঘুম-ঘুম , ছিঁড়ে ফুল,হলো ভুল,দিলাম মাশুল। মাটির উপর জল , মাটির তলায় জল , চোখের কোনায় জল , চোখে গভীর ছল , মায়াবী ফুলের মায়ায় জগৎ খুশবু-মুখর। আসমানের জল , জমিনে থলথল , পরিশ্রমী ঘামটা জল , সাপের বিষ জল , ফুলের মধু জল,মায়াবতীর মায়া-জাল। সাগরে নোনা জল , চোখে ও নোনা জল , ক-নদীতে মিঠা জল , মুখের মিঠা বোল , ঝরনাধারা শক্ত তবু কমল জীবন জল। সবার চোখের জল , একই যে রঙ , আঁখি-জলে কল , না জলের সাথে ছল , গাছের বুকে রসালো জল , মাছের সাথে সর্ব প্রাণের জন্য জল , তবু জল পিপাসায় মরে প্রাণ আর বাঁচে জান। জল তো কাটলে হয় না ভাগ , রক্তের-বাঁধন কেন এত ভাগ-ভাগ , জল-জলে মিশে থাকে রঙটা যে তফাৎ । ২৮.১১.২০২৩