মাথা-খারাপ (মোঃ রহমত আলী)

মাথা-খারাপ
============
মোঃ রহমত আলী
============
মাথার ভেতর ঘুরছে মাথা
ব্যথার গভীরে নতুন ঘাত
কথার পেঁচে লুকানো কথা
জবাবে কিন্তু উল্টো খোঁচা
দেখায় খেলা ঠান্ডা মাথা
রাগের বশে মাথায় হাত
সরল লোকের প্রশ্ন সহজ
জ্ঞানের উপর কঠোর জ্ঞানী
মাথা-খারাপ বিপদ যার
উদ্ধারকারীর মধ্যে মতবাদ
চোখের ইশারায় বন্দি চোখ
মুখে লাগাম সুযোগে দাঁতের
হঠাৎ জিহ্বায় এক কামড়

বলতে পারে না কথা কিছু ব্যথা
হাসে কেউ কিন্তু শত কষ্টে একা
দুঃখের পরে আবার সুখের দেখা
চোখের জল চোখেই শুকায়
মনের কথা মাথাতেই লুকায়
সাধ্যের সাথে স্বার্থের ভেজাল
তফাত বিবেচনায় মাথা ঘুরায়
কানের ভিতরে মুখের আগুন
নাকের প্রচেষ্টায় হিসেব-নিকেশ
সালিশ-বিচারে মগজ ধোলাই
লাভ-লোকসান কানার কামাই
মাথা-ঘামায় আসল মাথা-হারায়

২৫.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)