আকাশকুসুম (মোঃ রহমত আলী)
আকাশকুসুম
============
মোঃ রহমত আলী
============
মনের জানালা খোলা দেখে ,
উঁকি দিতে আসে ছলনাময়ী প্রেম।
বুকের ভেতর তবু তুমি থাকো ,
ছলনায় ভাঙতে অবুঝ এ অন্তর।
সরলা তোমায় চিনতে না পেরে ,
দুঃখের দহনে মলিন হৃদয় কানন।
প্রথম সকাল , সুখের বিকাল ,
এখন যন্ত্রণাময় কষ্টের প্রতিরাত।
উদাস দুপুর , সন্ধ্যা স্মৃতির ,
হারানো প্রীতির প্রতীক্ষায় একাই
আমি আজও আমার আঙিনায়।
মন ভেঙে চলে গেল সে ,
পারিনি তাকে বন্দী রাখতে
প্রেম কাননের খোলা খাঁচাতে।
একান্ত ভালোবাসার ফুলকে
বুঝে ছিল সে অকারণেই ভুল ,
তাই আহত প্রেমের গোলাপ ,
আজও ডুবা একা চোখ যমুনায়।
আকাশকুসুম পরশ পাথরের জন্য ,
ধড়ফড় করছে পরান পাখি ,
হারানো সুখের অতীত সাক্ষী ,
মিথ্যা সান্ত্বনায় বেঁচে থাকি ,
পথ ভুলে যদি আবার আসে সাথী।
অশ্রু ভরা মুখ , শুকনো নদীর রূপ ,
সব ভুলেই যাবে আঁখি ,
তোমায় ফিরে পাই গো পাখি ।
১২.১১.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥