তুলকালাম (মোঃ রহমত আলী)

তুলকালাম
============
মোঃ রহমত আলী
============
সবই তো ঠিকঠাক ,
কথা-বার্তা টুকটাক ,
মুখে-মুখে কাটাকাটি ,
বাজলো নয়া ঢাকঢোল ,
মুখেই শুধু লম্বা বোল ,
লোভী মন বেসামাল ,
উচিত কথায় গোলমাল ,
হঠাৎ কাণ্ড তুলকালাম।

বড্ড বেশি বাড়াবাড়ি ,
ভুলে মদত তাড়াতাড়ি ,
আত্মসম্মান কাড়াকাড়ি ,
বেইজ্জতি যে কানাকানি ,
অকৃতজ্ঞ তারা-যারা ,
অপরের লুটে জানমাল ,
সামলানো দায় মানজান।

ফাঁদ-পেতে ধোঁকাবাজি ,
রোজগার ধান্দাবাজির ,
কালোবাজারি রাতারাতি ,
হালাল কামাই তার-নাকি ,
মহাসড়কের চাঁদাবাজি ,
সরল লোকের হাহুতাশ ,
হারিয়ে মাল কান্নাকাটি ,
বিচারী জটিল কারসাজি ॥

০৮.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)