অবোধ (মোঃ রহমত আলী)
অবোধ
===============
মোঃ রহমত আলী
================
উড়িয়ে দিলাম মনের পিঞ্জরে
বন্দী ছিল যতনের যত ময়না,
কেউ বোঝেনি ভাষা,রাখেনি কথা,
ব্যথার জলে ভাসিয়ে দিলাম
শব্দগুলোর অপূর্ণ বায়না।
কাঁচের দেয়াল ভাঙতে চাই একেবারে,
প্রেমের কারাগারে বন্দি ভালোবাসা,
বিফল আশাবাদী স্বাধীন মনের পাখি।
খুঁজে ফেরে ফেরারি পথিক সন্ধানী
নয়নে,দুর্বার কোন বাঁশরীর বিরহ কান্না,
পথিক আবার হারালো পথ,
নতুন জ্যোৎস্নায় আঁখি মেলে।
উড়ে এলো হাওয়ায় সুরভিত আনন্দ,
খুঁজে নিলাম তারই মাঝে,
গর্বে দুঃখের বিন্দু-বিন্দু কণা।
যত্নে দেওয়া প্রিয় কথার অনলে
হৃদয় পুড়ে ছাই,তবু বিনয়ী অবোধ আমি,
সেই বন্ধুর পিছু-পিছু যাই।
বলো আমায় নির্বোধ যত,
আমি আনন্দিত বন্ধু তত,
তুলে-তুলে পাথর শত,
চাপিয়ে রাখি হৃদয়ের ক্ষত।
অবহেলায় অবুঝ মনের বেদনা,
সান্ত্বনা ও তো দিলো-না কেউ
আপন মনে আপন জনা ॥
২৭.১১.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥