সবক (মোঃ রহমত আলী)

সবক
============
মোঃ রহমত আলী
============
সুখের দিনে সঙ্গী সবাই আমার ভাই,
দুঃখের সময় সাথী কেউ যে আর নাই,
বুকের ভেতর জ্বালিয়ে আগুন তামাশা
দেখে যায়,চোখের জল মোছাতে পারে
দেখি কে কার সঙ্গে চলে সদা সাথে তাই।
স্বার্থ লয়ে পিছু চলে বন্ধু কেমন তারা,
মিথ্যাবাদী ফাঁসিয়ে দিলো হাসির ছলে,
ছিল সাদা সহজ-সরল সোজা বেচারা।
কে সত্যি ভালোবাসে,আর কে বাঁশ দেয়,
তা ধারণার উর্ধে ঘটে যায় অজান্তেই।
আসল বিষয় স্বার্থ হাসিল সমান তালে,
বিপদ-আপদে পাই পরিচয় বন্ধু প্রাণের,
সাক্ষী ইতিহাস কত কি ঘটন অঘটনের।
সবক রোজদিন নূতন প্রাপ্তিতে আমার,
পাঠ্যপুস্তকের শিক্ষা সমূহের বিপরীত
গতিতে জীবন সংসার চলছে সমাজ।
ভাগিদার সবাই ভালো দিনের আলো,
আরো যদি বদলায় কারো ভাগ্যে কারো,
পয়সা চেনে সে ও নতুন চোখে যে চালু,
মাগনা সময় নষ্ট করে অন্ধ ছাড়া আর
কে বলো ! তবু শিক্ষা সদা দীক্ষা সবক।
দিনে সুরমা রাতে কাজল টাকার পিছে
সবাই পাগল,কেউ তো আবার দেখি
করছে নিঃস্বার্থ আমল এক বোকা-মন।
তাই পাথরকে পাথর দিয়ে চাপা দাও,আর
জলকে জলের স্রোতে ভাসিয়ে যাও ॥

২২.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)