মায়া - (মোঃ রহমত আলী)

মায়া -
============
মোঃ রহমত আলী
============
সুখের সাথে দুঃখ খুঁজে চলা,
প্রেমের সাথে বিরহ পুষে রাখা।
চোখের ইশারায় প্রেম নিবেদন,
পঙ্গু ভালোবাসার অদৃশ্য দৌড়।
মনের ব্যাকুল বকুল ফুটিতেই
সুরভিত ভালোবাসার পাওনায়
আকুল সাধনায় প্রেমের বাসনা,
পেয়ে হারানোর বেদনায় অমর
এক গোলাপ ডায়েরির পাতায়
আনন্দ বিধুর কান্নার সুখ স্মৃতি।
দুঃখের মাঝে সুখের সন্ধান করি,
স্বার্থকতা যার দুঃখের অশ্রু মুছে।
প্রেমপত্র পদতলে যে যায় ফেলে,
তাকেই ভালোবাসতে চোখ খুঁজে।
সুখের কাহিনী,দুঃখী মন শুনে হাসে,
বিশেষ জনের আসল দুঃখের অনল,
কান্নাটা পুরাতন,নব-নূতন অশ্রুজল।
যার লাগি জাগে আজও আঁখি,
কার প্রেমে মজিলে অবুঝ পাখি।
মিছে মায়ার বাঁধনে মন উদাসী,
আজ ধূসর ভালোবাসা একা সাথী,
জানি সে তো মরীচিকা প্রেম বৈকি।

০৫.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)