উদ্ধার (মোঃ রহমত আলী)

উদ্ধার
============
মোঃ রহমত আলী
============
উদ্ধার হবে এই আঁধার,
উপায় খুঁজে পাবে নিরুপায়,
বর্ষার শেষে কেটে যাবে মেঘ,
পুলকিত হবে নব জোছনা ফের।
পূবের বাদল পশ্চিমে হারাবে,
উত্তরের হাওয়া দক্ষিণ কাঁপাবে,
সমুদ্রের বুক চিরে নতুন চর জাগিবে।
আবার হবে হাতি পিঁপড়া দ্বারা শিকার,
হতাশ হওয়া একদম বারণ,
সামনে একদিন খুঁজে পাবে কারণ,
অপেক্ষার প্রহরেই উর্বর আক্ষেপ।
উজ্জ্বল মুখগুলো কালো হবে কাল,
মলিন মুখেই আশাবাদী নতুন সকাল।
প্রতিবার প্রতিবাদ,কলমের অপমান,
অতীতে লেখা প্রতিকারে হবে উদ্ধার,
বর্তমানে নয়-তো,ভবিষ্যতে আবার।
যার জমিন আসমান সারা সৃষ্টিকূল,
তিনিই একমালিক করিবেন উদ্ধার দুকূল,
আশীর্বাদ চাই,নিরাশ তো নই,
উদ্ধার হবেই বীর মজলুমের দিন,
হবে সব মুশকিল মুসিবত আসান।
প্রলয় কেটে জিন্দা আবার তাজা ঘাস,
বিপদের দিনে করেছিলে তারা উপহাস,
তাদের মুখে মিথ্যে আজ মোবারকবাদ,
হয়েছে হিম্মতের পরিশ্রমে যারা উদ্ধার ॥

০৩.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)