গরমিল (মোঃ রহমত আলী)
গরমিল
============
মোঃ রহমত আলী
============
ছন্দে তাল , মন্দে গাল ,
জয়-জয় হবে-কার ,
খালি পেটে ডাক , গলা টানটান।
সুর ছাড়া গান , গেয়ে বদনাম ,
ঢোল ফেটে গেলে ,
রং ঢং শেষে , সুধী অপমান।
সুর ছন্দের তালে , হাততালি মিলে ,
তাল-মিল হলে গরমিল ,
নিমিষেই বাস শেষ অন্তমিল।
ফুলে-ফুলে গদ্য , সুরভিত পদ্য ,
ছোট-বড় গল্প , লেখা খুব অল্প ,
অভিমানী কাব্য , চোখে-চোখে ছন্দ।
০৭.১১.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥