দোষগুণ - (মোঃ রহমত আলী)

দোষগুণ -
============
মোঃ রহমত আলী
============
কলম তো নিজেই চলে,
মুখমন্ডল কালো হলে,
চোখের জল যে কথা বলে,
হাস্যকর রসিকতার ছলে,
কথার ফাঁকে কথা শুনে,
ঘুরে যায় মাথা মোটা।
চোখের ধোঁকা,বুকের ব্যথা,
মুখে লুকায়িত সত্য কথা,
কাগজ-কলমে মিথ্যা সাক্ষ্য,
আলোর খোঁজে আঁধারে ঘুরে,
মাটির গভীরে রতন চাপা,
রসিক হিরা বলে,সঠিক -কে -রে !
পাতায়-পাতায় গুলবাহার দোলে,
খাতায়-খাতায় অক্ষর কথা বলে,
অন্তরে পোষা দুঃখ চোখে প্রকাশ,
মুখে-মুখে ফোটাতে হয় মধুর সুখ।
দোলনা ছিঁড়ে পড়ে গিয়েছে বয়স,
এখন শুধুই প্রতীক্ষা তলিয়ে যাবার,
অনুপম অতীত হারিয়েছে বর্তমান
পেরিয়ে,শেষ পালকির ভরসায়।
কলমের দোষ নাকি খাতার দোষ,
আসল দোষ-গুণ তো কর্মের মর্মে,
গুণাগুণের হিসেবে সব হিসাব ভুল,
পাপি আমি সর্ব উর্ধ্বে লেখা আছে,
গায়েবি কলম দ্বারা আমলনামায় ।

২৪.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)