পোস্টগুলি

পার্থক্য বিবেচ্য (মোঃ রহমত আলী)

ছবি
পার্থক্য বিবেচ্য ============ মোঃ রহমত আলী ============ অনেকের সাথে আছি আমি একা হয়ে, একা একা একাই একাকার হয়ে, হাতের রেখায় নাকি ভাগ্যের লেখায়, সময়ের কথায় নাকি কাহিনী-র খেলায়, ডানা কাটা পাখি উড়ে যেমন আঙিনায়। ঘষামাজা শেষে উজ্জ্বল চাঁদ আকাশে, জং ধরা চোখে দেখে-না তা অনেকে, পার্থক্য বিবেচ্য পথের মাঝেই তো পথ, তালাশ করার মতো যদি থাকে অন্তর্দৃষ্টি। তুলনায় মূল্যবান সোনাদানা,হীরা,মনি, মুক্তা,তার চেয়েও অমূল্য অল্পতে সন্তুষ্টি, সৃষ্টির পিছে ঘুরে ঘুরঘুর ভুল বহু ভুল, স্রষ্টা থেকে যে মন রয় দূর বহুত দূর। অনেকের সাথী বন্ধু আমি তো নই, একা একা একাই থাকি বেশ আনমনে, স্বপ্ন ভেঙে যায় যেখান থেকে, সেখান থেকেই আবার দেখি। একজন হবে না তো সবার হিয়া, তবুও কেউ হয়তো একান্ত প্রিয়, পার্থক্য হয় যদি বিবেচ্য নমনীয়তায়, তবে হিসেব আবার মেলানো যায়। সম্মুখে প্রকাশ যে সুখময় হাসিটা, গোপনে লুকায়িত যা অপ্রকাশিত দুঃখের বন্যা,তার জন্য কোথায় কার ? করুণাময় কারো আন্তরিক অনুসন্ধান ! তাই একা একাই আমি একাকী একাকার ০৭.০২.২০২৪

ব্যাখ্যা (মোঃ রহমত আলী)

ছবি
ব্যাখ্যা ============ মোঃ রহমত আলী ============ হাসতে চেয়ে দাগ পড়ে যায় দিলে, তবু হাসতে হয় কান্না লুকাতে, তর্কে অপমানিত চুপ থাকাই শ্রেয়, গাধার পিঠে পরাজিত যোদ্ধা, নদীর ভাঙ্গনে অকালে উজাড় বস্তি। চোখে আবার ছলছল নোনা জল, পদ্মা মেঘনা শুকনো যমুনার মরু-তল। যেখানে সূর্যের কিরণে আলোকপাত, তবু মগজ -টা আলোকিত নয়, ধোঁয়াশায় কতক রহস্য লুকায়িত, উদঘাটন করতে পারলেও অপারগ, সময়ের জটিল সমীকরণের ব্যাখ্যায়। হাসতে হাসতে যখন অশ্রু লুটায়, ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা হারায়, কল্পনায় ল্যাপটানো বাস্তবতার ফারাক, শুকনো নদীর চরে নূতন পূর্ণিমার ঝলক। মাসের পর মাস প্রতীক্ষার ফল রতন, যতনে লুকানো কান্না গুলো দুঃখের, কখনো সরিষা ফুলের মতো হাসে, তবুও বিশ্রামহীন কর্কটক্রান্তি পেরিয়ে, সমালোচনার আলোচনায় মুখরিত ক্ষুধা। পলকে পলকে স্বপ্ন ভাঙার সাধনা, অহরহ ঘুমন্ত বিবেক দ্বারা প্রতারিত, ক্লান্ত আবেগের পাগলামি হাসি -টা । ০৪.০২.২০২৪

খোরাক (মোঃ রহমত আলী)

ছবি
খোরাক ============ মোঃ রহমত আলী ============ আবার নাচতে শুরু করেছে, সাগরের ঢেউ,বাতাসের আবেশে, আবহাওয়ার মতো পরিবর্তনশীল, মানুষের আবরণ কারণে অকারণে, ধ্বংসের দিকে আগুয়ান হতে হতে, সান্ত্বনার কান্না খোরাক হয়ে রয় মনের। সত্য যা বিশ্বাস হয় না সহজে তা, মিথ্যার জয়জয়কার আজ চারিধার, উত্তম ব্যবহার পচে যাচ্ছে প্রতিদিন, চরিত্র বদলাতে বদলাতে আনমনে। স্বীকার হচ্ছে না গাফিলতি গুলো, আঙুল দেখাতে দেখাতে যাকে-তাকে, অবিশ্বাস গ্রাস করে আছে দিলের কোনে, নিঃশ্বাস চলছে শুধু মিথ্যার লোভে খয়ে, তারই মাঝে বহু মুশকিল চেনা -সুরত, পরিচয়ের পর পরিচিত কে সত্য বলে ! আবার ভাঙতে শুরু করেছে নতুন করে, বিশ্বাসের বুনিয়াদে গড়ে ওঠা চিত্ত, তাতে অনেকের কিছুই যায় আসে না, তবু তারই মধ্যে বেঁচে চলা নিরুপায়, চলতে হবে বেছে বেছে হিকমতের সাথে। প্রশান্তি হারিয়ে যাচ্ছে পরিশ্রমের পর, মহা জরুরত কি আর মিটে বিন্দু কণায়, আকাশ সমান হতাশায় সাফল্যের নীর, জীবনের পরীক্ষায় সত্য মিথ্যার ভিড় ॥ ০১.০২.২০২৪

দাদু - (মোঃ রহমত আলী)

ছবি
দাদু - ============ মোঃ রহমত আলী ============ দাদুর মাথায় টাক বৃষ্টি পড়ে টুপটাপ, গরম মাথা ঠান্ডা হঠাৎ চুপচাপ। দাদুর চোখের পাওয়ার দাঁত নেই খাওয়ার, তবু পান খায় চালভাজা চায়। দাদুর হাতের লাঠি পথ চলার সাথী, কথা বলেন খাঁটি প্রাণের প্রিয় নাতি। দাদু জ্ঞানী পাকা সত্য বলেন সদা, হাসিমুখে মনোব্যথা দেয় তবু দোয়া। দাদুর কান খাড়া শোনেন ঢের কথা, বুড়ো ছোট খোকা জেদ ধরা রাজা। দাদু করবে বিয়া দাওয়াত নাহি দিয়া, বিদায় কালে মিয়া কাঁদবে সবার হিয়া। ৩০.০১.২০২৪

কবি তুমি কার ! (মোঃ রহমত আলী)

ছবি
কবি তুমি কার ! ============ মোঃ রহমত আলী ============ কবিতার জন্য কবির নাম,কবি বদনাম, পুরাতন দামি কবি-কে প্রণাম, নতুন নামি কবি কে সালাম। কবি তুমি কার ! শুধু কি কবিতা’র,নাকি জনতার, কবি আমি মমতার,আমি মানবতার, আমি ন্যায়ের পক্ষে সাক্ষ্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অক্ষর। আমি কবি এক ইতিহাস ! অনেকেই করে তাই উপহাস, কবির কাহিনী,নতুন গানে টান আনে, কবিতার প্রেমে বিদ্রোহী সংগ্রামী মনে। লুটিয়ে দিলাম সব কবিতা, টোকায়ে নিলোনা তো কেউ ! জানিনা কেন তারা ছেড়ে দিলো, অর্ধেক পড়ে কবির-কবিতা, ও…অন্তমিল ছাড়া ছন্দ হারা, লেখ যা তুমি কবিতা,কী কবি হলে ? কবি তুমি কার ! বন্দি কারাগার,নাকি ঢেউয়ের আগে, বাতাসের মতো সুখে-দুঃখে সমান সবার। কবি দিনরাত করে বরবাদ, ভিখারীর সাথে আসমানে পাতে দুহাত, পাগলের হাসি কবিতায় আঁকি, মজলুমের কথা,গরীবের দেখা, ফুটপাতে পাগলপারা পাগলীর কান্না, লিখে এক কবিতা,রাজার দুশমন হওয়া। ২৮.০১.২০২৪

জনাব - (মোঃ রহমত আলী)

ছবি
জনাব - ================ মোঃ রহমত আলী ================ আমারটা ঠিক বুঝি আমরা, পরের বেলায় পুরো অবুঝ, অন্যের দোষ দেখে হাসি, নিজের -টা ধরলে রাগী, গর্তে কাকে কেমনে ফালাই, নিজে পড়লে হায় কাঁদি, ভরা পকেটের সাথে আছি, পকেট খালি তো আর নাই, নিজের সুনাম খুব ভালো, দুর্নাম শুনলে লাজে ক্ষিপ্ত, সহযোগিতা নিতে রাজি, করতে অনেক দূর নারাজ, অপরের সুখে হিংসা করি, নিজের দুঃখে হতাশ হই, কানে-কানে শুনে কথা, আসল খবর হয়না দেখা, হাওলাত নিতে বিনয়ী ছলা, ফেরত দিতে তালবাহানা, কৃতজ্ঞ চার-পায়ে চলে, অকৃতজ্ঞ দুই-পায়ে দৌড়ে, নিজের দোষ অন্যের ঘাড়ে, সাধু সব এখন ঘরে-ঘরে, গুণ উপকার অস্বীকার করে, নিজের বেলায় দুঃখ লাগে, জনাবের এখন জবাব নাই ॥ ২৬.০১.২০২৪

জবাব - (মোঃ রহমত আলী)

ছবি
জবাব - ================ মোঃ রহমত আলী ================ পানের সাথে চুন সুপারি, কাজের আগে ঘুষ দাবি, কথা লম্বা বড় দামি দামি, সুযোগে ছাড়ে না সালামি, দরকষাকষিতে চাল নবাবী, মুখে বেশ নরম সুরের বাণী, গরম দাপটে ধমকায় অভাবী, হাতপাতা ঘুষখোর স্বভাবী। ঠান্ডা জল গরম করে, মিলায় চা-পাতা আর চিনি, লাল চা খেয়ে বলেন বাবু, ঘুষের টাকায় দেখরে বেকুব, আজ লালে-লাল আমি। আমি বলি শোনেন স্যার, কামাই সবাই খাবে আর আপনি দেবেন হিসাব, সময় থাকতে চিন্তা করেন, সময়মতো কী দেবেন জবাব। পানের সাথে জর্দা লাগে, অফিস খরচ -টা আগে, মামার বাড়ি এটা নাকি, আমার কলমের লাল কালি, হারিয়ে যাবে ফাইল খানি, বাপু খরচাপাতি ছাড়া, কাজটা করে কে দেখা ? ২৩.০১.২০২৪

শিক্ষা দীক্ষা হজম (মোঃ রহমত আলী)

ছবি
শিক্ষা দীক্ষা হজম ============ মোঃ রহমত আলী ============ শিক্ষনীয় শিক্ষার আজ বড় অভাব, চলছে বাণিজ্যিক শিক্ষার সম্ভার। ছোট্ট শিশুর মগজে অতিরিক্ত ভার, সু-শিক্ষার দীক্ষা হজম তো এ দায় কার ! তোমার না আমার,নাকি আমাদের সবার। ও…শিক্ষা তো এখন বাণিজ্যর ব্যাপার, মান্য নয় বইয়ের পড়া জীবন শিক্ষায়, অর্জন ধরে বড় কত ডিগ্রি উপাধি, ছোট্ট বাবুর আজ হলো বড়বাবু পদবী। শিক্ষিত বাবু সাহেব হলে তুমি, সু-শিক্ষাণের বিবেক জ্ঞান কই, ব্যবহার বড্ড মানবিক মহোদয়, উচ্চপদস্থ সহ বড়-বড় অফিসার, কিছু জন বাদে,বাকি সব রাক্ষুসে ঘুষখোর খাদক,শিক্ষিত মহা-খয়রাতি। যে যত বড় ডিগ্রিধারী শিক্ষিত, সে তত বেশি-বেশি ঘুষ নেবে তো ! এটাই বিশ্বের প্রান্ত থেকে অর্জিত তাদের ডিগ্রির বড় শিক্ষা হয়তো। তবে কোনো বইতে তো লেখা নেই, বাস্তব চরিত্রে শিক্ষিতের রূপ যা ! ওদের ফাঁদ থেকে বাঁচা খুব মুশকিল ! তবু সততার হিকমত যার হবে আসান, শিক্ষিতরাই তো হয় বড় বড় অফিসার, তবুও তারা মূর্খের মতো করে অবিচার, বহু কিছু দেখে চোখ অন্ধ যে এখন ! ২২.০১.২০২৪

যখন তখন (মোঃ রহমত আলী)

ছবি
যখন তখন ============ মোঃ রহমত আলী ============ জানিনা ঠিক কে কেমন মনে হয় সব আমি যেমন সবার অশ্রুর একই রং তফাৎ যত কষ্টের ধরন কারো খুব মিঠা আচরণ কেউ করে দুঃখ হেসে বরণ মেজাজ বদলায় যখন তখন কাটা ঘায়ে নুনের মাখন যোগ গুণ এর যত যতন তেল মাথায় তেল দেয় যেমন তোমার চেয়ে আমি কমল আমার থেকে তুমি নির্মল যখন যেমন তখন তেমন গরমিল রাতদিন যখন তখন। জানিনা ঠিক কে আপন বিপদাপদ হঠাৎ যখন তখন ভাগ্য বদলে কেমন কখন কর্মফলের ফলাফল তেমন সবাই কি আর সবার মতন মুখের মধু যদি হয় অনল তবেই দেখায় চরম কোন্দল বিবাদ শেষে কী লাভের ক্রন্দন আগাম যদি দিতেন অভিনন্দন জীবন সমাজ হয় হতো চন্দন এখনো সময় ঠিক করেন বচন সারা সংসার রতন যখন তখন। ২১.০১.২০২৪

বালাই - (মোঃ রহমত আলী)

ছবি
বালাই - ================ মোঃ রহমত আলী ================ বেশি সুখ যার মুখে, দুঃখ তার অন্তরে, ভাঙ্গা মন ভাঙ্গে বারবার, লেখা যা কপালে আবার, বেশি কথা খেয়ে, বোবা হলো জবান, কানে-কানে,মান-সম্মান, ঘুরেফিরে রোজ, চোখে নোনা জল, অন্তরে দাফন আহত স্বপন, বিক্রয় হয় না কষ্টের দহন, ধার নিতে রাজি সবাই, চেয়ে সুখ-সুখের প্রহর। বেশি হাসি যার মুখে, গোপন কান্না তার মনে, শত রঙের বালাই, গুনে-গুনে লুকায়, সুদূর থেকে দেখে, বোঝার নেই উপায়, কথা খুব বড়-বড়, বটে সুখী-জনে বলে, মজা মারে বহুরূপে, দুঃখীর দুঃখ দেখে, মজা বাহ্ খুব লুটে, হেসে-হেসে,কান্না দেখে ! ১৯.০১.২০২৪

অটুট (মোঃ রহমত আলী)

ছবি
অটুট ============ মোঃ রহমত আলী ============ খুঁজে নিয়েছি আমি, মানুষের শত অবহেলার মাঝেও এগিয়ে যাওয়ার হিম্মৎ। মোটেও করে-না তো সহযোগিতা, শুধু তিরস্কার দিয়ে হয় তুষ্ট। বন্ধুর মত দেখায় মুখে মুখে, অন্তরে লুকানো বড়ই বেইমান। তবুও হিম্মত হেরে পিছপা হবো না, এগিয়ে যাবো একা হিকমতের সাথে। খুঁজে পেয়েছি আমি, কটু কথার মাঝেও স্বপ্ন সাজানো সম্ভব, যদি অটুট থাকে সৎ মনোবলের কৌশল, বদ ইশারা দেখে অদেখায় এগোতে হবে, সততার সৎ সাহস নিয়ে জিতবো তবে। বুঝে গিয়েছি আমি, আর বানানো নিয়মনীতির ফায়দা, তাই তোয়াক্কা করিনা ও-সব বালাই, পরোয়া করি শুধু সৎ সততার কামাই। বুঝে নিয়েছি আমি, তাই একটু দেরিতে হলেও শুকরিয়া, উপকারের নামে করেছে যারা অপকার, চিনতে-চিনতে পরিচয় হলো পূরণ, সীমানার দেয়াল পেরিয়ে তবুও লক্ষ্য। বুঝে নিলাম আমি, আশাবাদী কিছু প্রশ্নের ফেরারি উত্তর, উপকার করলে সাময়িক কৃতজ্ঞ, পরক্ষণে বদলে রূপ অপরূপ অকৃতজ্ঞ। খুঁজে পেলাম আমি, তারই মাঝে ধৈর্যশীল হওয়ার মহাশক্তি, যে যে কটুকাটব্য দিয়েছে উপহার, সে কারণেই তো হিম্মৎ বেড়েছে বারবার। দুষ্ট বর্ণনা চক্রের ওসবের ধার-ধারি না, ধীরে ধীরে এগিয়ে যাবো নবযুগের তরে, কু-কথা

আমরা (মোঃ রহমত আলী)

ছবি
আমরা ============ মোঃ রহমত আলী ============ আমি এগিয়ে গেলাম, তুমি ফিরে গেলে, আমি ধরেছি আঁচল, তুমি ছিঁড়ে দিলে, আমি দিয়েছি ফুল, তুমি ফেলে দিলে, আমি বললাম ভালোবাসি, তুমি শুনেও ভান ধরলে, আমি কাঁদতে পারিনা, তুমি হাসতে জানো, আমি ব্যথিত মায়ায়, তুমি সুন্দরী পাথর, আমি দেখি চোখ বুজে, তুমি দেখো-না চোখ মেলে, আমি তবুও তোমার, তুমি শুধু তাই আমার, ভালোবাসায় আজও আমরা। ১৫.০১.২০২৪

পদার্থ - (মোঃ রহমত আলী)

ছবি
পদার্থ - ================ মোঃ রহমত আলী ================ অনেক কথার কথা আছে, রাজার বেশে ফকির হাটে, মজার দেশে পাগল নাচে, গরুর দামে ছাগল বেচে, মানুষ বেচার হাট লাগে, খাঁটি দুধে পানি থাকে, সত্য কথায় খবর আছে, মিথ্যা বললে রেহাই পাবে, সময়ের কাছে হারতে হবে, সময় হলেই জিতে যাবে, মানুষেরা সৎ মানুষ হলে, পাষাণের ঘুম ভাঙতে পারে ! অনেক কথা বলার আছে, নীতি-কথা বলে দুর্নীতি করে, ফকিরের সুখ রাজার ঘুমে, মাল বড় জানের চেয়ে, জান বড় মালের থেকে, শিক্ষার মান দীক্ষায় মেলে, দিলদার দেখি সবাই মুখে, রংবাজ এখন প্রায় ঘরে, স্বার্থের যুদ্ধ রক্তে চলে, অন্তরে প্রেমের মৃত্যু শেষে, সালামের জবাব নাই বা দিলে, প্রমাণে আদর্শ পদার্থ ছিলে, সমাজপতির ক্ষমতা আগে ॥ অনেক কথা কথার আছে, সততা পথ একাই চেনে, অসৎ যে সে-ও জানে, লোভের আশায় তবু ঘুরে, ঘুমায় যেমন সাধুর বেশে, ঘুষের নেশায় কথা বলে, হিসাবের ভয় করে নারে, জালিমের দিন শেষ কবে, প্রতীক্ষায় আছে সবাই তবে, এ যে ধান্দা চক্র বটে, রাজার পোশাকে ভিখারী সাজে, পাগলের কথায় কিবা যায় আসে ! অনেক বলার কথা আছে, সবার শুরু শেষের দিকে, জীবন খাতায় লেখা দেখে, পড়তে পারলে চোখ ভিজে, দেখেও না দেখে

আত্মহারা - (মোঃ রহমত আলী)

ছবি
আত্মহারা - ============ মোঃ রহমত আলী ============ উঠে দাঁড়াও বন্ধু তাদের সম্মানে, যারা কৃষক,যারা দিনমজুর শ্রমিক, কেন প্রাপ্য মর্যাদা তাদের হবে না, তারা শ্রমজীবী সংসারে সংগ্রামী। উঠে দাঁড়াও সাহেব,এগিয়ে যাও, বুকে জড়িয়ে নাও,সহানুভূতি নয়, ভালোবেসে তাদের ভালোবাসা দাও, পরিশ্রমে যাদের সাজানো এ মহল। উঠে দাঁড়ান ভাই,এগিয়ে চলেন, ভালোবাসায় অন্ধ ভিক্ষুকের সাহায্যে, গরিবের বস্তিতে মানবতা দেখান, ক্ষুধার্ত পাগলের সম্মানে সালাম। থামেন মশাই দাঁড়িয়ে যান, চলতি পথে তাদের সম্মানে, যারা কনকনে শীতে গভীর রাতে, নিদ্রিত আছে কষ্টে ফুটপাতে। থামুন উঠে দাঁড়ান তাদের সম্মানে, ওহে সম্মানী সমাজের সম্মানিত ॥ দেখেন ঐ ডাস্টবিনে কারা ! পরিচিত নাকি টোকাই পথশিশু তারা ? আহারের তালাশে মগ্ন আত্মহারা, তাদের ভালোবাসতে দাঁড়াবেন কী ? কে পন্ডিত সম্মানী মানবতার বন্ধু ! উঠে দাঁড়ান বিবেচ্য সম্মান প্রাপ্য কার ? ১১.০১.২০২৪

তালবাহানা (মোঃ রহমত আলী)

ছবি
তালবাহানা ============ মোঃ রহমত আলী ============ অনেক কিছু যা আমি বুঝিনা, আর তা বুঝতে-ও চাই না, শুধু অজানাকে জানার প্রচেষ্টা। চোখের সামনে যে চোখ নিয়ে গেলো, সীমানা পেরিয়ে চলে গেছে, মৃত মানবতার আনন্দ মিছিল। পায়ে হেঁটে তো আর, দরিয়া পার হওয়া যায়না, তবে মুখের জোরে হয়তো, খনিকের কিনারা পাওয়া যায়। সামান্যতম ঘন কুয়াশায়, চোখেই দেখে না,যে চোখ ! সে চোখ দেখে -চোখের ভাষা তবে আর বুঝবে কি করে ? অন্তরে দাফন বোবা কান্না, ওপরে বয়ে সাফল্যের বন্যা। সর্বনাশা মানবতাবাদী বন্ধু, গড়মিল তালবাহানা সন্ধি, স্বার্থবাদী ইনসাফের সমাধি। আলোড়ন বহু কাজে আলোকিত, আলোচ্য বাহানায় সব নিমজ্জিত, এ মহা কারবার সহজ অজুহাত। অনেক কথা কথার আছে, যে বলার মত কন্ঠ সে তো, লুকোচুরি খেলা-খেলে তালবাহানা। ০৯.০১.২০২৪

খোলাসা (মোঃ রহমত আলী)

ছবি
খোলাসা ================ মোঃ রহমত আলী ================ সব পরিষ্কার,একদম খোলসা, কৈ আমি তো দেখিনা,বুঝিনা, এটা আমার দোষ,চোখে ধুলা। আয়নার সামনে নিজেকে যখন ঠিকমতো চিনি না,জানিনা, শুধুমাত্র নিজেদের সাজাতে ব্যস্ত আমরা ভিন্ন-ভিন্ন খোলস দ্বারা। সব স্বীকার,এক কথায় খোলাসা, কৈ অন্যায় তো করি-না, শুধু অন্যায়কারীর পিছু চলাচল ! প্রতিবাদী কন্ঠে খোলাসা প্রকাশ, দুমুখো নীতি,ভয়ানক জঘন্য খোলস, রূপ বদলায় যখন তখন, কারণ হয় না খোলাসা চরণ। সব অস্বীকার,অন্তরে পোষা ঝামেলা, মুখের কাহিনী দোসরা,দিল খোলসা, জাতের নামে খেলে বজ্জাতি খেলা। অন্যায়ের বিরুদ্ধে অঙ্গীকার, প্রতিবাদের সময় প্রতিবার অজুহাত। মিথ্যা বলে না তো,বড্ড সত্যবাদী, মিথ্যার ছলে,যে জিতে যায় বাজি, দায়িত্ববান তকমা,দায়িত্বহীন আমলা, জবাবদিহি বাহানা প্রশ্নোত্তর খোলাসা ॥ ০৭.০১.২০২৪

অবলম্বন (মোঃ রহমত আলী)

ছবি
অবলম্বন ============ মোঃ রহমত আলী ============ হারিয়েছে যা আর সন্ধান করি না, ঐ দূরে যা আছে তার অনুসন্ধানে, চিঠিপত্র পাঠানোর দিন শেষ, পত্রিকায় ছাপানো হারানো বিজ্ঞপ্তি, তা খুঁজে-খুঁজে আজও ক্লান্ত পথিক। পাওয়া গেলো অবশেষে সান্ত্বনার বাণী, মুছাবে আর কে কার চোখের পানি। সামাজিক সূর্য -টা যখন হারিয়ে যায়, তখন মনোযোগী চাঁদটাও কালো মেঘের অন্তরালে লুকিয়ে থাকে। তাই লোকালয়ের মাঝে হারিয়ে যাওয়া এক নীরবতা কে খুঁজে চলা অবিরাম, তবে সবুজ পাতাকে গ্রাস করেছে, ধুলো আর ধুলো,তাই সামাজিকতার নিঃশ্বাসের বিশ্বাস কালো আর কালো। হারিয়েছে যা তার তালাশে মগ্ন ফকির, তার লাঠিটা ছিল সাথী,বৃদ্ধ বলে কথা ! যাযাবর অভিযাত্রী জানে সম্বলটুকু, জমানো এক নিষ্ঠুর অবলম্বনের পুঁজি। যদিও এখন আর চিঠি আসে না, তবুও ডাক পিয়নের অপেক্ষায়, জর্জরিত ডাকবাক্স মহা-মায়ার ইতিহাস। ০৬.০১.২০২৪

কার্যবিধি (মোঃ রহমত আলী)

ছবি
কার্যবিধি ============ মোঃ রহমত আলী ============ অন্ধের সাক্ষ্য,বোবার সাজা, চুপচাপ সভ্যতার মানবতা। বিচারক বন্দি,প্রমাণে জিম্মি, আইনের ফাঁকে ইনসাফ বিক্রি, আলামত বিলীন,জামানত জব্দ, স্বীকারোক্তি রেকর্ড জবরদস্তি আমিই একমাত্র মুজরিম। আইন কার জন্য ! মানবতার উর্ধ্বে তো নয় কানুন ! বিচার দিবস অপেক্ষায়, এই বিচারের বিচার হবে হক বিচার। বিচার হতে-হতেই সাজার মেয়াদ পার, হিসাব করে দেখা যায়, সাজার অধিক হাজত কারাবাস। ডাকাত আজাদ,চোরের শাস্তি, আইনের পাল্লায় সবাই সমান। কালো কোটের হেফাজতে ক্রিমিনাল, নামের মিল থাকায় আসামি মাষ্টার, সিপাহীর গাফিলতিতে স্বাধীন মাস্তান, জামিনের আসামি হাজির, হাজিরা দিতে-দিতে শিক্ষা মুহুরিগিরি। বৈধ অবৈধ প্রশাসনের জিম্মায়, প্রতীক্ষা সবার হক ন্যায়বিচার। ০৪.০১.২০২৪

অথচ (মোঃ রহমত আলী)

ছবি
অথচ ============ মোঃ রহমত আলী ============ অথচ সজাগ তবুও কোথাও কেউ নেই, মানবতার মাঝে এক মানবিক দেয়াল, ভাসমান চারপাশে অযাচিত আক্রোশ, অথচ মাথার উপর বিশাল ছাদ যেন অসহায় ছাতা,হাস্যকর সময়ের পরিহাস। বহুরূপী মানবতা মিশে আছে আবেশে, অমানবিকতার নির্মম ধারাবাহিক নাটক, সমগ্র ফটক জুড়ে শুধু রহস্যময় পর্দা। অথচ দূর হতে মানবতার সুর আজও ভাসে বাতাসে,শত অজুহাত একাকার, পরিচর্যায় ব্যস্ত ডাস্টবিনের মেরামতে, সেকি কারিগরি কারুকার্যের ইশারায়। অথচ আনাড়ি গুলো নাড়ির ভিতরের দখলদার হয়ে জাগরণের গান গাইছে, তাই শুনে শুনে চুপ মর্মাহত প্রজাগণ, সোচ্চার বাবু সাহেব তবু ফিরিয়ে দিতে অপারগ আত্মসাৎকৃত মানবতার কন্ঠ। অথচ রাত দিনের ব্যবধানে,ভিখারীর দখলে মহাসড়ক সহ ফুটপাতের কার্নিশ, মানবতার নামে রোজদিন কৌশলে জন্মে, অমানবিক নির্যাতিত শোষণের ছায়া মর্গ। শাসনের পাহারায় শব্দগুলো যেন মুর্দা, যদিও ব্যারিকেড ভেঙ্গে সিপাহী প্রস্তুত, হত্যা করতে মানবতার লাশটাও অথচ ! ০৩.০১.২০২৪

তফাৎ (মোঃ রহমত আলী)

ছবি
তফাৎ ================ মোঃ রহমত আলী ================ হঠাও নীতি , করতে দাও দুর্নীতি , মুখেই সাম্যের গীতি , চোরের সাথে পিরিতি , ঘুষখোরের উন্নতি , বাজার দর উঠতি , বাহ দারুণ কীর্তি , মজাদার বিবৃতি , চালবাজের কূটনীতি , ধান্দাবাজের মূলনীতি , বাজেট কমলে ডাকাতি , ঘরে-ঘরে খয়রাতি ! হঠাৎ তফাৎ , ন্যায়-নীতির ঘাটতি , দিন-দিন খরচ বাড়তি , সততার জোড়হাত মিনতি , মিথ্যাচার ঊর্ধ্বগতি , সত্যের পথে লালবাতি , সৎ ব্যক্তির চরম দুর্গতি , জীবদ্দশা তো মধ্যবর্তী , গুনগুন ভুলে প্রজাপতি , যন্ত্রণায় জর্জরিত প্রীতি , মানসিক দুর্দশায় অবনতি , হারিয়ে গেছে প্রেমগীতি , সৎ নীতি বিনা কী গতি ! ০৩.০১.২০২৪

ক্ষুধার্ত কঙ্কাল (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষুধার্ত কঙ্কাল ============ মোঃ রহমত আলী ============ জেগেছে পাগলা ক্ষিপ্ত হয়ে , ধরেছে জিকির মনের আনন্দে , এক আল্লাহ আল্লাহু আল্লাহু। শীতের রাতে ফুটপাতে বসে , ছেঁড়া চটের চাদর গায়ে , কুয়াশায় সিক্ত বিছানায় শুয়ে তাও বলে , সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ , আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাওয়া-দাওয়া নেই ঠিক কতদিন , তাও হাসি মুখে খ্যাপা দৃষ্টিতে মাস্তানা , বলে ওঠে ক্ষণে ক্ষণে উচ্চস্বরে , আস্তাগফিরুল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহ। মাথাগরম ক্ষিপ্তপ্রায় পাগলপারা, ফিসফিসে একাই বলে বকবক , ঐ দেখ ভাই ক্ষুধার্ত কঙ্কাল , বড়ো খয়রাতির অট্টালিকা , বড়-বড় দানবীর ডাকাত ওরা ! মাশাআল্লাহ , মাশাআল্লাহ। শান্ত পাগলের অশান্ত উচ্ছ্বাস , হাস্যকর উপলব্ধি সমাজপতির। আসল প্রেমের পাগলা , সফল পাগল , নফসের সাথে জিহাদ রত জিকিরে॥ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ‘‘সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’’ ০১.০১.২০২৪

অভিলাষ (মোঃ রহমত আলী)

ছবি
অভিলাষ ============ মোঃ রহমত আলী ============ এখনো তো অনেক কিছুই বুঝি না, চলছে শেখার আজও শিক্ষা কার্যক্রম ! দেখে দেখে শেখা,শুনে শুনে শেখা, নিজে নিজে বুঝে না বুঝে শেখা, ঠকে ঠকে শিক্ষা,কিছু জীবন থেকে তুলে, বহু মিথ্যার অভিনয় থেকে,সত্যের শিক্ষা। এখনো অনেক কিছু শেখার আছে বাকি, কেমন করে নক্ষত্র গুনা যায় ! যেমন মানুষের মধ্যে মানুষ চেনা দায়, অমানুষ,স্বার্থপর,বাটপার কেমন দেখায়, দেখে দেখেও তো দেখি না যে চোখে, একই রকমের সব মিলে আছে রূপে। এখনো যে অনেক কিছু জানার আছে, অজানা আমার সবকিছুই সাথে ! জানতে চাই কে ! খেয়েছে কি পাগল ? জানার ইচ্ছা ফকিরের কান্না ও রান্না, জানি তবুও অজানা,ফুটপাতে কেন ? তাদের থাকা,এ জানায় লাভ কি ! যখন সমাধান যায় না পূর্ণাঙ্গ দেওয়া। এখনো অনেক কিছু দেখার আছে, দেখে দেখে যা আজও অদেখা ! অন্যায়,দুর্নীতি,ঘুষ,জুলুম,ঠকবাজি জয়ে গড়ে ওঠা মহা-প্রাসাদের ধ্বংস লীন। বড্ড দেখার সাধ ছিল,মজলুমের আনন্দ উল্লাস মুখরিত প্রাত্যহিক লালিত্য প্রভাত। এসব শুধুই অভিলাষী অপূর্ণ স্বপ্ন লীলা ! ৩১.১২.২০২৩

নিজত্ব (মোঃ রহমত আলী)

ছবি
নিজত্ব ============ মোঃ রহমত আলী ============ তোমাদের সঙ্গে আমি নেই, তবু আছি ! বাধ্য হয়ে অবাধ্য মনে, তোমাদের মন ভোলানো কথায় আমার পেট ভরে না, শুধু প্রচুর তৃষা জাগে প্রাণে, সত্যের অমৃত হায় কোথায় ! তোমাদের সঙ্গে নেই আমি॥ আমার মত আছি আমি, থাকতে পারছি না,তবু চুপ থাকি ! গানের কথায় কান দেই না, প্রাণের কান্নায় পিয়াস নিভাই, বলতে গেলে মান থাকেনা, চুপ থাকলে তো মানবতা বাঁচেনা ! আমার মত আমি আছি॥ তোমাদের সঙ্গে আমি আছি, শুধুমাত্র ! যদি হক পথের পথিক রও, যদি সদা সৎ সততার সাথে, ইনসাফে ওজন দিতেই থাকো, তোমাদের দিল এতই পাষাণ যে, পারবে না তোমরা সৎ সমতা ! তাই সঙ্গী তোমাদের আমি নই॥ ৩০.১২.২০২৩

ওরে বাটপার (মোঃ রহমত আলী)

ছবি
ওরে বাটপার ============ মোঃ রহমত আলী ============ প্রতারণা করছো লোকের সাথে, নিজের সাথে চলছে ছলনা, প্রতারক তুমি নিজের সাথেই খেলছো খেলা প্রতারণায়। অভিনন্দন তোমায় বন্ধু, যে বড় বাটপার তুমি নিন্দিত, একটু-ও তো হওনা তুমি মানুষ ঠকায় বিন্দুমাত্র চিন্তিত। ওরে বাটপার তোর তো পুঁজি ছাড়া ঠকবাজি কারবার, তোরা সব কথার বাজার, উপরে কী বেশ দরদী, ভেতরে লুকানো শুধু চুরি বাটপারি। অসুস্থ ফকির ও নিশানায় থাকে, বেওয়ারিশ লাশের কাফন-ও, হজম করতে লাগেনা সময় তোদের। প্রতারণার জাল বুনে হে, সাজো সরল সরলতায় সাধু, ফিটিং করে চিটিং করো, ঠকাও তুমি নাকি নিজেই ঠকে যাও, হিসাব রেখো কত বোকা তুমি বাটপার। বিবেক-আবেগ চিটারের তো নাই, আত্মা মুর্দা তাদের যে তাই, বাটপার দুনিয়ায় আছে কত প্রকার, ঠকার পরেই তো তা বুঝা যায়। ওরে বাটপার তোর কারণে মাথায় হাত ! ২৮.১২.২০২৩

তালাশ - (মোঃ রহমত আলী)

ছবি
তালাশ - ============ মোঃ রহমত আলী ============ ছোট্ট একটা সুখ, খুব বড় অসুখ, এক ফোটা অশ্রু, মূল্য তার বহুত, ওয়াদা খেলাপ, বড্ড বদ স্বভাব, নিষিদ্ধ তর্কে, সত্য প্রকাশ, উত্তরে জন্মে, প্রশ্ন বারবার, অর্থ-টা অর্থহীন, শুদ্ধ জবাব যেদিন। খুব বড় এক দুঃখ, মিটে ছোট্ট সুখেও, সত্য গোপন রেখে, মিথ্যার ফরিয়াদ, ওয়াদা পূরণ করে, দোয়ার বুনিয়াদ, জলন্ত প্রদীপের, হাওয়ার তালাশ, দুয়ারে পালকি, তৈয়ার ইন্তেজার, বিদায় মন থেকে শেষ দিনটা আজ। ২৭.১২.২০২৩