অথচ (মোঃ রহমত আলী)

অথচ
============
মোঃ রহমত আলী
============
অথচ সজাগ তবুও কোথাও কেউ নেই,
মানবতার মাঝে এক মানবিক দেয়াল,
ভাসমান চারপাশে অযাচিত আক্রোশ,
অথচ মাথার উপর বিশাল ছাদ যেন
অসহায় ছাতা,হাস্যকর সময়ের পরিহাস।
বহুরূপী মানবতা মিশে আছে আবেশে,
অমানবিকতার নির্মম ধারাবাহিক নাটক,
সমগ্র ফটক জুড়ে শুধু রহস্যময় পর্দা।
অথচ দূর হতে মানবতার সুর আজও
ভাসে বাতাসে,শত অজুহাত একাকার,
পরিচর্যায় ব্যস্ত ডাস্টবিনের মেরামতে,
সেকি কারিগরি কারুকার্যের ইশারায়।

অথচ আনাড়ি গুলো নাড়ির ভিতরের
দখলদার হয়ে জাগরণের গান গাইছে,
তাই শুনে শুনে চুপ মর্মাহত প্রজাগণ,
সোচ্চার বাবু সাহেব তবু ফিরিয়ে দিতে
অপারগ আত্মসাৎকৃত মানবতার কন্ঠ।
অথচ রাত দিনের ব্যবধানে,ভিখারীর
দখলে মহাসড়ক সহ ফুটপাতের কার্নিশ,
মানবতার নামে রোজদিন কৌশলে জন্মে,
অমানবিক নির্যাতিত শোষণের ছায়া মর্গ।
শাসনের পাহারায় শব্দগুলো যেন মুর্দা,
যদিও ব্যারিকেড ভেঙ্গে সিপাহী প্রস্তুত,
হত্যা করতে মানবতার লাশটাও অথচ !

০৩.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)