তফাৎ (মোঃ রহমত আলী)
তফাৎ
================
মোঃ রহমত আলী
================
হঠাও নীতি ,
করতে দাও দুর্নীতি ,
মুখেই সাম্যের গীতি ,
চোরের সাথে পিরিতি ,
ঘুষখোরের উন্নতি ,
বাজার দর উঠতি ,
বাহ দারুণ কীর্তি ,
মজাদার বিবৃতি ,
চালবাজের কূটনীতি ,
ধান্দাবাজের মূলনীতি ,
বাজেট কমলে ডাকাতি ,
ঘরে-ঘরে খয়রাতি !
হঠাৎ তফাৎ ,
ন্যায়-নীতির ঘাটতি ,
দিন-দিন খরচ বাড়তি ,
সততার জোড়হাত মিনতি ,
মিথ্যাচার ঊর্ধ্বগতি ,
সত্যের পথে লালবাতি ,
সৎ ব্যক্তির চরম দুর্গতি ,
জীবদ্দশা তো মধ্যবর্তী ,
গুনগুন ভুলে প্রজাপতি ,
যন্ত্রণায় জর্জরিত প্রীতি ,
মানসিক দুর্দশায় অবনতি ,
হারিয়ে গেছে প্রেমগীতি ,
সৎ নীতি বিনা কী গতি !
০৩.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥