পার্থক্য বিবেচ্য (মোঃ রহমত আলী)
পার্থক্য বিবেচ্য
============
মোঃ রহমত আলী
============
অনেকের সাথে আছি আমি একা হয়ে,
একা একা একাই একাকার হয়ে,
হাতের রেখায় নাকি ভাগ্যের লেখায়,
সময়ের কথায় নাকি কাহিনী-র খেলায়,
ডানা কাটা পাখি উড়ে যেমন আঙিনায়।
ঘষামাজা শেষে উজ্জ্বল চাঁদ আকাশে,
জং ধরা চোখে দেখে-না তা অনেকে,
পার্থক্য বিবেচ্য পথের মাঝেই তো পথ,
তালাশ করার মতো যদি থাকে অন্তর্দৃষ্টি।
তুলনায় মূল্যবান সোনাদানা,হীরা,মনি,
মুক্তা,তার চেয়েও অমূল্য অল্পতে সন্তুষ্টি,
সৃষ্টির পিছে ঘুরে ঘুরঘুর ভুল বহু ভুল,
স্রষ্টা থেকে যে মন রয় দূর বহুত দূর।
অনেকের সাথী বন্ধু আমি তো নই,
একা একা একাই থাকি বেশ আনমনে,
স্বপ্ন ভেঙে যায় যেখান থেকে,
সেখান থেকেই আবার দেখি।
একজন হবে না তো সবার হিয়া,
তবুও কেউ হয়তো একান্ত প্রিয়,
পার্থক্য হয় যদি বিবেচ্য নমনীয়তায়,
তবে হিসেব আবার মেলানো যায়।
সম্মুখে প্রকাশ যে সুখময় হাসিটা,
গোপনে লুকায়িত যা অপ্রকাশিত
দুঃখের বন্যা,তার জন্য কোথায় কার ?
করুণাময় কারো আন্তরিক অনুসন্ধান !
তাই একা একাই আমি একাকী একাকার
০৭.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥