খোলাসা (মোঃ রহমত আলী)

খোলাসা
================
মোঃ রহমত আলী
================
সব পরিষ্কার,একদম খোলসা,
কৈ আমি তো দেখিনা,বুঝিনা,
এটা আমার দোষ,চোখে ধুলা।
আয়নার সামনে নিজেকে যখন
ঠিকমতো চিনি না,জানিনা,
শুধুমাত্র নিজেদের সাজাতে ব্যস্ত
আমরা ভিন্ন-ভিন্ন খোলস দ্বারা।

সব স্বীকার,এক কথায় খোলাসা,
কৈ অন্যায় তো করি-না,
শুধু অন্যায়কারীর পিছু চলাচল !
প্রতিবাদী কন্ঠে খোলাসা প্রকাশ,
দুমুখো নীতি,ভয়ানক জঘন্য খোলস,
রূপ বদলায় যখন তখন,
কারণ হয় না খোলাসা চরণ।

সব অস্বীকার,অন্তরে পোষা ঝামেলা,
মুখের কাহিনী দোসরা,দিল খোলসা,
জাতের নামে খেলে বজ্জাতি খেলা।
অন্যায়ের বিরুদ্ধে অঙ্গীকার,
প্রতিবাদের সময় প্রতিবার অজুহাত।
মিথ্যা বলে না তো,বড্ড সত্যবাদী,
মিথ্যার ছলে,যে জিতে যায় বাজি,
দায়িত্ববান তকমা,দায়িত্বহীন আমলা,
জবাবদিহি বাহানা প্রশ্নোত্তর খোলাসা ॥

০৭.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)