জনাব - (মোঃ রহমত আলী)
জনাব -
================
মোঃ রহমত আলী
================
আমারটা ঠিক বুঝি আমরা,
পরের বেলায় পুরো অবুঝ,
অন্যের দোষ দেখে হাসি,
নিজের -টা ধরলে রাগী,
গর্তে কাকে কেমনে ফালাই,
নিজে পড়লে হায় কাঁদি,
ভরা পকেটের সাথে আছি,
পকেট খালি তো আর নাই,
নিজের সুনাম খুব ভালো,
দুর্নাম শুনলে লাজে ক্ষিপ্ত,
সহযোগিতা নিতে রাজি,
করতে অনেক দূর নারাজ,
অপরের সুখে হিংসা করি,
নিজের দুঃখে হতাশ হই,
কানে-কানে শুনে কথা,
আসল খবর হয়না দেখা,
হাওলাত নিতে বিনয়ী ছলা,
ফেরত দিতে তালবাহানা,
কৃতজ্ঞ চার-পায়ে চলে,
অকৃতজ্ঞ দুই-পায়ে দৌড়ে,
নিজের দোষ অন্যের ঘাড়ে,
সাধু সব এখন ঘরে-ঘরে,
গুণ উপকার অস্বীকার করে,
নিজের বেলায় দুঃখ লাগে,
জনাবের এখন জবাব নাই ॥
২৬.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥